বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝালকাঠিতে ঘূর্ণিঝড় নিসর্গের প্রভাবে দিনভর মুষলধারে বৃষ্টি হচ্ছে। বেড়েছে সুগন্ধা ও বিষখালী নদীর পানি। এতে প্লাবিত হয়েছে জেলার নিম্নাঞ্চল। পানি ঢুকে পড়েছে নদী তীরের প্রায় ৩০টি গ্রামে। এতে তলিয়ে আছে ফসলের ক্ষেত। পানি ছুইছুই মাছের ঘের। এতে দুশ্চিন্তায় পড়েছেন ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতি পুষিয়ে উঠতে না পাড়া মানুষ।
নদী তীরের বাসিন্দারা জানান, গতকাল দুপুরের পর সুগন্ধা ও বিষখালী নদীতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে তিন-চার ফুট বেড়েছে। এতে ঝালকাঠি সদর, নলছিটি, রাজাপুর ও কাঁঠালিয়ার অন্তত ৩০টি গ্রামে পানি ঢুকে পড়েছে। ঘূর্ণিঝড় আম্পানে ভেঙে যাওয়া অরক্ষিত বিষখালী নদীর বেড়িবাঁধ ক্রস করে পানিতে তলিয়ে গেছে ফসলের ক্ষেত। বসতঘরেও পানি ঢুকে যাওয়ায় বিপাকে পড়েছেন নদী তীরের বাসিন্দারা। রাতে পানি আরো বাড়লে মাছের ঘের ও বসতঘর তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।