Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

রাসায়নিক কারখানায় বিস্ফোরণে গুজরাটে ৮ জনের প্রাণহানি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুন, ২০২০, ১২:১০ পিএম

ভারতের গুজরাটের অর্থনৈতিক অঞ্চল ভেরুচ জেলার দাহেজে একটি রাসায়নিক কারখানায় গতকাল বুধবার এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৮ জনের প্রাণহানি হয়েছে ও অন্য আরো ৫২ জন আহত হয়েছেন। -টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু

আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে ভারুচের কারখানার নিরাপত্তা ও স্বাস্থ্য বিষয়ক উপ পরিচালক এনপি ভাগেলা প্রাথমিকভাবে এ খবর জানিয়েছেন। মারা যাওয়া ৮ শ্রমিকের দুইজনের পরিচয় জানা গেছে। বাকীদের শনাক্ত করা হচ্ছে। বিষ্ফোরণের কারণ তদন্ত করছে।

রাসায়নিক কারখানার আশেপাশে এলাকায় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার কারণে দুটি গ্রামোর প্রায় ৫ হাজার বাসিন্দাকে নিরাপদ জায়গায় সরানো হয়েছে বলে ভেরুচের জেলাপ্রশাসক এমডি মোদিয়া জানিয়েছেন।

তিনি জানান , ওই দিন বিকেলে একটি এগ্রো - কেমিক্যাল কোম্পানির বয়লার ফাটার কারণে কোম্পানির প্রায় ৩৫ থেকে ৪০ জন কর্মচারীর শরীরে আগুন লেগে যায়। আহতদের ভারুচ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রায় ৫ ঘন্টা ধরে দমকল বাহিনী ১৫ টি ইঞ্জিনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ