মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অনলাইন ভিত্তিক মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলোর পণ্যে ভারত, তুরস্ক ও ইন্দোনেশিয়াসহ কয়েকটি দেশ কতটা বাড়তি কর চাপিয়েছে, এ বার তার তদন্ত করবে আমেরিকা। মার্কিন বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) পক্ষ থেকে রবার্ট লাইথাইজার মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।
গুগল, অ্যাপল, ফেসবুক, অ্যামাজন ও নেটফ্লিক্সের মতো মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলো অনলাইনের মাধ্যমেই তাদের পণ্য বিক্রি করে। আমেরিকার অভিযোগ, ওই দেশগুলোর চাপানো বাড়তি পরিষেবা করের বোঝায় তাদের তথ্যপ্রযুক্তি সংস্থাগুলো ও তাদের কর্মচারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। গত বছর ফ্রান্সের বিরুদ্ধেও এই তদন্ত চালিয়েছিল আমেরিকা। ইউএসটিআর অফিসের তরফে জানানো হয়েছে এ বার তদন্ত চালানো হবে ব্রিটেন, ইউরোপিয়ান ইউনিয়নে থাকা সবক’টি দেশ এবং এশিয়ায় ভারত, তুরস্ক ও ইন্দোনেশিয়ার বিরুদ্ধে।
মার্কিন বাণিজ্য প্রতিনিধি লাইথাইজার মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের বাণিজ্য-সহযোগী দেশগুলোর মধ্যে যে অনেকেই মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলোর অনলাইন ভিত্তিক পণ্যাদির উপর বাড়তি পরিষেবা করের বোঝা চাপিয়েছে, তাতে ক্ষুণ্ন হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি উদ্বিগ্ন, কারণ, মার্কিন সংস্থাগুলোকে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যেই এই পদক্ষেপ।’
লাইথাইজার আরও জানিয়েছেন, মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি ও তাদের কর্মচারীদের স্বার্থ রক্ষা করতে তারা এ ব্যাপারে যা যা করণীয়, তা করবেন। এই বৈষম্যের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন লাইথাইজার। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, মূলত মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলোর অনলাইনে বেচা পণ্যাদির উপরেই বাড়তি পরিষেবা করের বোঝা চাপানো হয়েছে ভারত, ব্রিটেন-সহ দেশগুলিতে। সেই সংস্থাগুলির মধ্যে অন্যতম গুগল, অ্যাপল, ফেসবুক, অ্যামাজন ও নেটফ্লিক্স। সূত্র: ডিএনএ ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।