প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ও নৃত্যপরিচালক ইলিয়াস জাভেদকে ১০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাভেদ দীর্ঘদিন ধরে মূত্রথলিতে টিউমার হওয়া এবং এ থেকে ক্যান্সার পর্যায়ে চলে যাওয়া নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসা করতে গিয়ে তিনি আর্থিক টানাপড়েনের মধ্যে পড়েন। চিকিৎসা চালিয়ে যাওয়ার মতো তার আর্থিক সঙ্গতি নেই। বিষয়টি অবহিত হয়ে প্রধানমন্ত্রী গত ১৯ মে তাকে ১০ লাখ টাকা অনুদান দেন। প্রধানমন্ত্রীর কাছ থেকে আর্থিক সহযোগিতা পেয়ে জাভেদ বলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সত্যিকারের একজন মমতাময়ী মা তা আমি এবং আমার পরিবার আবারো প্রমাণ পেলাম। এতোদিন শুনে এসেছি তিনি সবার পাশেই মায়ের মমতা নিয়ে দাঁড়ান। আমার পরিবার সেই সত্যটা নিজ চোখে দেখল। তিনি যদি আর্থিক সহযোগিতা না করতেন তাহলে হয়তো আমি শেষ হয়ে যেতাম। মাননীয় প্রধানমন্ত্রী পুরো দেশের মা, আমার মা। আমি যতদিন বাঁচবো, তত দিন তার জন্য দোয়া করবো। উল্লেখ্য, জাভেদ এ পর্যন্ত প্রায় দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে মালকা বানু, অনেক দিন আগে, শাহাজাদা, রাজকুমারী চন্দ্রভান, সুলতানা ডাকু, আজো ভুলিনি, কাজল রেখা, সাহেব বিবি গোলাম, নিশান, বিজয়িনী সোনাভান, নরমগরম, তিন বাহাদুর, জালিম ইত্যাদি। অসংখ্য সিনেমায় তিনি নৃত্যপরিচালনা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।