প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
লকডাউন শেষে দেশের চলচ্চিত্রের শুটিং শুরু হচ্ছে। আগামী ৫ জুন থেকে স্বাস্থ্যবিধি মেনে নির্মাতারা সিনেমার শুটিং করতে পারবেন বলে চলচ্চিত্রের সংগঠনগুলোর এক যৌথ সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি ও পরিচালক সমিতির নেতৃবৃন্দ এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নিয়েছে। প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু জানান, শুটিং শুরুর আগে শিল্পীদের করোনা টেস্ট করিয়ে নিতে হবে। চলচ্চিত্র যেহেতু একটি অনেক বড় মাধ্যম, তাই এখানে সামাজিক দূরত্বের ব্যাপারগুলো পুরোপুরি মানা কঠিন হবে। কারণ এখানে মারামারির দৃশ্য কিংবা নাচ-গানের দৃশ্য, নায়ক-নায়িকার রোমান্টিক দৃশ্য থাকে। যেখানে একজন আরেকজনকে ¯পর্শ করতে হয়। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, শুটিং ইউনিটের লোক যতটুকু সম্ভব কমিয়ে কাজ করতে হবে। একই সাথে প্রধান শিল্পী ও টেকনিশিয়ানদের করোনা টেস্ট করিয়ে তারপর শুটিং করতে হবে। এছাড়া, স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষিত অন্যান্য স্বাস্থ্যবিধিও মেনে চলতে হবে।
ছবিঃ চলচ্চিত্র।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।