Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে করোনায় আক্রান্ত ২ লাখ ছাড়াল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুন, ২০২০, ১০:৫২ এএম | আপডেট : ১১:০০ এএম, ৩ জুন, ২০২০

করোনায় নাজেহাল ভারত। দেশটিতে ইতোমধ্যেই করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়ে গেছে। ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান বলছে, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ৭ হাজার ১৯১ জন।

এর মধ্যে মারা গেছে ৫ হাজার ৮২৯ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ২৮৫ জন। দেশটিতে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ১ লাখ ১ হাজার ৭৭টি। তবে ৮ হাজার ৯৪৪ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

গত কয়েকদিনে ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রতিদিনই আক্রান্তের নতুন রেকর্ড হচ্ছে দেশটিতে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৮২১ জন এবং মারা গেছে ২২১ জন। গত কয়েকদিন ধরে দেশটিতে টানা ৮ হাজারের বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে।

দেশটিতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে দফায় দফায় লকডাউনের মেয়াদ বাড়ানো হলেও আক্রান্ত ও মৃত্যু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ