পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ভার্চুয়াল আদালতেও জামিন হয়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)র পরিচালক খন্দকার এনামুল বাছিরের। তথ্য পাচার এবং ঘুষ লেনদেনের মামলায় চতুর্থবারের মতো জামিন চাওয়া হয়েছিলো তার। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলমের আদালত আবেদন নামঞ্জুর করেছেন। এ মামলায় পুলিশের বরখাস্তকৃত ডিআইজি এবং তার বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়েছে। এ মামলায় গ্রেফতার হয়ে প্রায় ১১ মাস ধরে তিনি কারাগারে রয়েছেন।
গতবছর ১৬ জুলাই পুলিশের সাবেক ডিআইজি মিজানুর রহমান এবং খন্দকার এনামুল বাছিরের বিরুদ্ধে তথ্য পাচার এবং ৩০ লাখ টাকা ঘুষ লেনদেনের অভিযোগে মামলা করে দুদক। তদন্ত শেষে চলতিবছর ১২ জানুয়ারি চার্জশিট দেন দুদক পরিচালক শেখ মো. ফানাফিল্যাহ।
এদিকে বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি এবং তৎকালিন ছাত্রলীগ নেতা মো. মেফতাহুল ইসলাম জিওনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের ভার্চুয়াল আদালত আবেদনটি নামঞ্জুর করেন। তারপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফারুক আহমেদ। গতবছর ৬ অক্টোর ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয় বুয়েট শিক্ষার্থী আবরারকে। এ ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে মামলা হয়। তদন্তে ২৫ জনের সংশ্লিষ্টতা বেরিয়ে এলে গতবছর ১৩ নভেম্বর চার্জশিট দেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।