Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

কুমিল্লায় কাজে ফিরলেন ১০ পুলিশ সদস্য

করোনা থেকে সুস্থ

কামাল আতাতুর্ক মিসেল : | প্রকাশের সময় : ৩ জুন, ২০২০, ১২:০১ এএম

কুমিল্লা জেলা পুলিশের দশজন পুলিশ ও একজন আনসার সদস্য করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে সঠিক নিয়ম মেনে চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন। গতকাল মঙ্গলবার সকালে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার মো. সৈয়দ নুরুল ইসলাম সুস্থ হওয়া পুলিশ ও আনসার সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে করোনাজয়ী পুলিশ সদস্যরা জনগণের সেবায় আবারো কাজে ফিরেন।
কুমিল্লা জেলা পুলিশ সূত্রে জানা যায়, কর্মক্ষেত্রে দায়িত্ব পালনে ১০ পুলিশ সদস্য ও ১ জন আনসার করোনায় আক্রান্ত হন। পরে জেলা পুলিশ সুপার মো. সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম এর সার্বিক মনিটরিংরের পাশাপাশি ও উন্নত চিকিৎসার কারণে আক্রান্ত পুলিশ সদস্যরা সুস্থ হয়ে উঠেন। চিকিৎসাধীন অবস্থায় পর পর তিনবার পরীক্ষায় পুলিশ ও আনসার সদস্যদের রিপোর্ট নেগেটিভ আসে।
সুস্থ হওয়া পুলিশ সদস্যরা হলেন বরুড়া থানার এসআই বিকাশ চন্দ্র ঘোষ, দেবিদ্বার থানার কনস্টেবল মো. তানভীর পাটোয়ারী, অহিদ ইসলাম, মো. কামাল হোসেন, মো. আলাউদ্দিন, রহিজ উদ্দিন, আবু তাহের, গিয়াস উদ্দিন, আবদুর রশিদ, মিজানুর রহমান। এছাড়াও দেবিদ্বার থানার আনসার সদস্য সমের আলী।
পুলিশ সুপার মো. সৈয়দ নুরুল ইসলাম দৈনিক ইনকিলাবকে বলেন, কুমিল্লা জেলায় ২৮ জন পুলিশ সদস্য আক্রান্ত। তাদের মধ্যে ১০ জন করোনাকে পরাজিত করে সুস্থ হয়ে উঠেন। তারা কর্মস্থলে ফিরছেন। তাদেরকে উৎসাহ দিতেই ফুল দিয়ে শুভেচ্ছা জানাই। এ সময় উপস্থিত ছিলেন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ্ আল মামুন, মোহাম্মদ শাখাওয়াৎ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আজিম উল-আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমনসহ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুলিশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ