মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতে চালসহ নতুন মৌসুমের গ্রীষ্মকালীন ফসল ৫০ শতাংশ বেশি দামে কিনবে সরকার।
সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় কৃষিমন্ত্রী।
ভারত সরকার বিভিন্ন ফসলের একটি মানদণ্ড নির্ধারণের জন্য তথাকথিত ন্যূনতম সহায়তা মূল্য (এমএসপি) ঘোষণা করে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে জারি করা বর্ধিত লকডাউনের কারণে ক্ষতিগ্রস্থ কৃষকদের সহায়তা করার জন্য সরকার গ্রীষ্মকালীন ফসলের ক্রয়মূল্য মূল্য ৫০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে। তবে রাষ্ট্রীয় সংস্থাগুলো সেই দামে চাল এবং গমের মতো কিছু শস্যই সীমিত পরিমাণে কিনে থাকে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে, সরকারের এই গ্যারান্টিযুক্ত দামের সুবিধা দেশের ২৬ কোটি ৩০ লাখ কৃষকের মধ্যে কেবল ৭ শতাংশ কৃষকই পায়। সূত্র: রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।