Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাতিয়ায় নদীর পাশে অজ্ঞাত লাশ উদ্ধার

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২ জুন, ২০২০, ১২:২৮ পিএম

হাতিয়ার মেঘনা নদীর পাড় থেকে (৪৫) অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ১০টার দিকে চেয়ারম্যানঘাটের পশ্চিম পাশে মেঘনা নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্থানীয় লোকজন মেঘনার পাড়ে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে। পরে বিষয়টি মোরশেদ বাজার পুলিশ ফাঁড়িতে অবগত করলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

মোরশেদ বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যমতে অজ্ঞাত মৃত ওই ব্যক্তি গত কয়েকদিন ধরে চেয়ারম্যানঘাটসহ এলাকার বিভিন্ন স্থানে ঘুরতেন। তার মানুষিক সমস্যা থাকতে পারে। তার শরীরে আঘাতের কোন চিহৃ নেই তাই মৃত্যুটি স্বাভাবিক বলে মনে হচ্ছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ