Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মর্যাদায় আঘাত করার সুযোগ দেয়া হবে না : রাজনাথ

ভারত-চীন উত্তেজনা সমাধানের চেষ্টা চলছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ জুন, ২০২০, ১২:১২ এএম

একদিকে লাদাখ সীমান্তে মুখোমুখি উত্তেজনাকর অবস্থানে ভারত ও চীন সেনারা। অন্যদিকে সামরিক ও কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। তবে এই দুই দেশের মধ্যে সীমান্ত বিরোধ নিয়ে মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প স্বেচ্ছায় যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন তার প্রয়োজনীয়তা নেই। ভারতের প্ররিতক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়ে দিয়েছেন ভারত ও চীনের মধ্যে সমস্যার সমাধান রয়েছে বিদ্যমান মেকানিজমেই। এ খবর দিয়েছে ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই। এতে বলা হয়, সীমান্তে উত্তেজনা অব্যাহত থাকা অবস্থায় শনিবার রাজনাথ সিং বলেছেন, যেকোনো অবস্থায় ভারতের মর্যাদায় আঘাত করার সুযোগ দেবে না সরকার। তাই উদ্ভূত সমস্যা সমাধানে দ্বিপক্ষীয় আলোচনা চলছে। তিনি শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মার্ক টি এস্পাররের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এ সময় ট্রাম্পের প্রস্তাবের জবাবে জানিয়ে দিয়েছেন, ভারত ও চীনের মধ্যে ক‚টনৈতিক ও সামরিক পর্যায়ে সংলাপের মাধ্যমে এই সমস্যার সমাধান রয়েছে। উল্লেখ্য, উত্তেজনার মধ্যে বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি এই দুই দেশের মধ্যে মধ্যস্থতা করতে প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম। তিনি বৃহস্পতিবারও এই প্রস্তাব পুনরুল্লেখ করেন। ওদিকে পরোক্ষাভাবে দু’দিন আগে ট্রাম্পের ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়। চীনের সঙ্গে ভারতের উত্তেজনা নিয়ে এবার প্রথম কেন্দ্রীয় কোনো মন্ত্রী হিসেবে কথা বললেন রাজনাথ সিং। তিনি আজতক টেলিভিশন চ্যানেলকে বলেন, আমি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তাকে জানিয়েছি, এরই মধ্যে আমরা একটি মেকানিজম তৈরি করেছি। এর অধীনে ভারত ও চীনের মধ্যে যেকোনো সমস্যার সমাধান সামরিক ও কূটনৈতিক সংলাপের মাধ্যমে সমাধান করা যাবে। পিটিআই, আজতক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত-চীন

২১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ