বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দেশের সর্ববৃহৎ উন্নয়ন প্রকল্প পদ্মা সেতুর ৩০তম ( ৫-বি ) স্প্যান পিলারের ওপর আজ বসানো হচ্ছে। আজ ( শনিবার ) সকাল পৌনে ১১টার সময় জাজিরা প্রান্তের ২৬ ও ২৭ নম্বর পিলারের ওপর স্প্যানটি বসছে। এর ফলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চণের প্রবেশদ্বার হিসেবে পরিচিত পদ্মা সেতুর ৪ দশমিক ৫ কিলোমিটার দৃশ্যমান হলো। আর ১১টি স্প্যান বসানো হলেই সম্পুর্ন দৃশ্যমান হবে স্বপ্নের পদ্মা সেতু।
জানা যায় , গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে স্প্যানটিকে মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ধূসর রঙের ১৫০ মিটার দৈর্ঘ্যরে আর ১৪০ টন ওজনের স্প্যানটি ভাসমান ক্রেনে করে নিয়ে খুঁটির সামনে রাখা হয়। শনিবার সকাল থেকেই স্প্যানটিকে পিলারের উপর বসানোর কাজ শুর হচ্ছে। সংশোধিত সিডিউল অনুযায়ী চলতি বছরের নভেম্ভর এর মধ্যে সবকটি স্প্যান বসানোর কথা থাকলেও আগষ্টের মধ্যে বাকী স্প্যান বসানো হবে । জাজিরা প্রান্তে ৩০ ও ৩১ তম স্প্যান বসানো কাজ শেষ হলে জাজিরা প্রান্তের সব স্প্যান বসানো শেষ হবে।
জানা যায় ,মাওয়া প্রান্তে ২০টি স্প্যানের মধ্যে ১০ টি , পদ্মা নদীর মাঝে ১ টি এবং জাজিরা প্রান্তে ২০ টির মধ্যে ইতিমধ্যে ১৮ টি স্প্যান বসানোর কাজ শেষ হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।