Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত হোক

মো. রাশিদুল ইসলাম | প্রকাশের সময় : ৩০ মে, ২০২০, ১২:০২ এএম

দেশের করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতি মুহূর্তেই বাড়ছে। এমনকি আক্রান্তদের সেবা দানকারী চিকিৎসকরা নতুন করে আক্রান্ত হচ্ছেন। যাদের চিকিৎসা সেবায় রোগী আরোগ্য লাভ করবে, তারাই যদি করোনার থাবা মুক্ত না থাকতে পারেন তাহলে এর নেতিবাচক প্রভাব হতে পারে বহুমুখী। ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের সংক্রমণ ও মৃত্যুর ঘটনায় আশাহীন ও আতঙ্কিত হয়ে পড়ছে মানুষ। করোনাভাইরাসের ভয়াল আক্রমণে যারা নিজেদের জীবন ঝুঁকিতে রেখে কাজ করে যাচ্ছেন সেইসব চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয়, যাদের কাজের ক্ষেত্রটা জাতীয় কিংবা বৈশ্বিক প্রতিকূলতায়ও বন্ধ করা যায় না তাদের সুরক্ষার বিষয়টি কতটুকু নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? করোনার মতো মহামারী প্রতিরোধে রাষ্ট্রকে তো আগে স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। নিশ্চিত করতে হবে তাদের নিরাপত্তার সামগ্রী। চিকিৎসক-নার্সরা জীবন বাজি রেখেই তাদের দায়িত্ব পালন করেন মানবিক অঙ্গীকারের পরিপ্রেক্ষিতে। এ অবস্থায় তাদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তাদের প্রয়োজনীয় সংখ্যক সুরক্ষা উপকরণ বা পিপিই প্রাপ্তি নিশ্চিত করতে হবে। এই পরিস্থিতি মোকাবেলায় কোনো চিকিৎসক কিংবা স্বাস্থ্যকর্মী যদি ক্ষতিগ্রস্ত হন, তার পরিবারের দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকে। 

মো. রাশিদুল ইসলাম
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন