বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দিনাজপুর বীরগঞ্জের আত্রাই নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে দুই ছাত্র। দীর্ঘ প্রায় ৪ ঘন্টা অভিযান চালিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধার কর্মীরা তাদের মরদেহ উদ্ধার করে। আজ শুক্রবার (২৯ মে) দুপুর দেড়টায় বীরগঞ্জ উপজেলার আত্রাই নদীর ঝাড়বাড়ী-জয়গঞ্জ খেয়াঘাটে এই ঘটনা ঘটে।
খানসামা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা নাজমুল হক জানান, আত্রাই নদীটি দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার মধ্যবর্তী স্থানে অবস্থিত। দুপুর দেড়টায় ২ বন্ধু ঠাকুরগাঁও জেলার গড়েয়া সরকার পাড়ার নাজমুল ইসলামের ছেলে সৌরভ ইসলাম ও একই এলাকার বাবুলের ছেলে রহিম (১৮) গোসল করতে নেমে নিঁেখাজ হয়। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে খানসামা ফায়ার সার্ভিসের একটি টিম খেয়াঘাটে অভিযান শুরু করে। বিকেল সাড়ে ৩টায় স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহযোগীতায় সৌরভের এবং বিকাল পৌনে ৫টায় রহিমের লাশ উদ্ধার করা হয় ।
বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন সরকার , নিখোঁজ দুই ছাত্রের লাশ উদ্ধারের সংবাদ নিশ্চিত করে বলেন , পরিবারের কোন অভিযোগ না থাকায় দুই ছাত্রের পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে । এ ব্যাপারে বীরগঞ্জ থানায় পৃথক পৃথক দুটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয় ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।