Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দু’শতাধিক বাড়ি পুড়িয়েছে রাখাইনে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মে, ২০২০, ১২:১৪ এএম

মিয়ানমারের রাখাইন রাজ্যের নতুন কিছু স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডবিøউ)। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থাটি জানিয়েছে এসব ছবিতে নৃতাত্তি¡ক রাখাইন গ্রামে দুই শতাধিক বাড়ি পুড়িয়ে দেয়ার চিত্র উঠে এসেছে। সেখানকার লেতকার গ্রামে এই ধ্বংসযজ্ঞের সঙ্গে রোহিঙ্গা নিপীড়নের চিত্রের মিল রয়েছে বলে এক বিবৃতিতে জানিযেছে সংস্থাটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এ মাসের শুরুতে রাখাইন কারাবন্দিদের নির্যাতনের ভিডিও প্রকাশ হয়ে পড়লে মিয়ানমারের সেনা কর্তৃপক্ষ বন্দি নির্যাতনের স্বীকারোক্তি দিতে বাধ্য হয়। স¤প্রতি ওই এলাকায় বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি বিরোধী অভিযান জোরালো করেছে মিয়ানমার সেনাবাহিনী। গত কয়েক সপ্তাহে এসব অভিযান জোরালো হওয়ায় বহু মানুষের মৃত্যু ও হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে এইচআরডবিøউ’র এশিয়া অঞ্চলের উপপরিচালক ফিল রবার্টসন জানান গত ১৬ মে স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় ধারণ করা স্যাটেলাইট ছবিতে রাখাইনের লেত কার গ্রামে কোনও ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যায়নি। কিন্তু বেলা আড়াইটার দিকে ধারণ করা ছবিতে সেখানে তীব্র আগুণ জ্বলতে দেখা যায়। সংস্থাটির বিশ্লেষণে দেখা যায়, সেখানে প্রায় দুইশো বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের আহŸান জানিয়েছেন এইচআরডবিøউ’র এশিয়া অঞ্চলের উপপরিচালক ফিল রবার্টসন। এছাড়া এতে দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনা এবং ক্ষতিগ্রস্থ গ্রামবাসীদের ক্ষতিপ‚রণ দেওয়ার তাগাদা দেন তিনি। আল-জাজিরা।

 

 



 

Show all comments
  • Billal hossain ৩১ মে, ২০২০, ৬:৫৮ এএম says : 0
    আরাকানের হত্যা ইসরাইল চিনের আগ্রাসন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা

১৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ