গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
আরও তিন শতাধিক ব্রিটিশ নাগরিক বাংলাদেশ ছেড়েছেন। সিলেট থেকে ঢাকা হয়ে লন্ডন যান তারা।
দেশটির দূতাবাস সূত্র জানায়, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৬ মে (মঙ্গলবার) একটি বিশেষ ফ্লাইটে ঢাকা নিয়ে আসা হয় তাদের। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকালে ফ্লাইটটি লন্ডনের উদ্দেশে ছেড়ে যায়।
তবে ছেড়ে যাওয়া ব্রিটিশদের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। দেশটির দূতাবাস সূত্রে জানা গেছে, এ সংখ্যা তিন শতাধিক।
করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের দেশে ফেরাতে আরও ১টি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে দেশটি। আগামী ৩১ মে ফ্লাইটটি ঢাকা থেকে লন্ডনের উদ্দেশে ছাড়বে। সিলেট থেকে ঢাকা হয়ে লন্ডন যাবে এ ফ্লাইট।
এই নিয়ে বাংলাদেশে থেকে মোট ১৪টি চার্টার্ড ফ্লাইটে ৩ হাজারের বেশি নাগরিককে ফিরিয়ে নিল যুক্তরাজ্য।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।