মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পুরো ভারতজুড়ে এখন আলোচনায় দেশটির জাতির জনক মহাত্মা গান্ধী ও তার খুনী নাথুরাম গডসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ১০০ রুপির নোটে গান্ধীর ছবি ক্লোন করে সেখানে নাথুরামের ছবি বসিয়ে ফেসবুকে পোস্ট করেছে ক্ষমতাসীন দল বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) এক সদস্য।– জিনিউজ, বাংলা হান্ট
ওই ছবিটি পোস্ট করা হয় শিবম শুক্লা নামের আইডি থেকে এবং পোস্টে নাথুরামের প্রশংসা করে তিনি লিখেছেন, লং লিভ নাথুরাম গডসে।
এ বিষয়ে ব্যবস্থা নিতে সাইবার বিশেষজ্ঞদের সহায়তায় পুলিশ তাকে খুঁজে বের করার চেষ্টা করেছে। সিদ্ধি জেলা পুলিশ সুপার আর এস বেলভানশি বলেছেন, সিদ্ধি থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। জেলা পুলিশের সাইবার সেলকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত শেষ হলে বিষয়টি নিয়ে ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, গডসে ছিলেন মহাত্মা গান্ধীর হত্যাকারী। নাথুরাম গডসে মহাত্মা গান্ধীকে ১৯৪৮ সালের ৩০ শে জানুয়ারি পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করেছিলেন। তার মতে, গান্ধী ভারতের মুসলিমদের খুশি করতে হিন্দুদের নানাভাবে প্রতারিত করতেন। একবছরের বেশি সময় ধরে চলা গান্ধী হত্যা মামলায় বক্তব্য রাখার সময়ে গান্ধীকে ‘পাকিস্তানের পিতা’ বলে আখ্যা দেন গডসে। এই ভাষণটি পরে ‘কেন আমি গান্ধীকে হত্যা করেছি’ শীর্ষক বই আকারে প্রকাশিত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।