Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘কঠিন সময়েও ঈদ হোক স্পেশাল’

করোনাভাইরাসের প্রভাব

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ মে, ২০২০, ৮:০৯ পিএম

সময়টা এখন কঠিন। এবার ঈদে খুশি যত আছে, তার চেয়ে বেশি আছে যেন চাপা আতঙ্ক। আড়াল থেকে চোখ রাঙাচ্ছে মৃত্যু। তবে জীবনের আয়োজনও থেমে নেই। মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিমরা যেমন বলছেন, এই পরিস্থিতিকে ইতিবাচকভাবে কাজে লাগিয়ে ঈদকে আনন্দময় করে তুলতে। 

মাশরাফির চোখে এই দুঃসময় একটা সুযোগও। তামিম ইকবালের ফেইসবুক লাইভে শনিবার রাতে দেশের সফলতম অধিনায়ক বললেন, এবারের ঈদে সবার উচিত, পরিবারের মুরুব্বিদের সময় দেওয়া, ‘এবারের ঈদ আসলে আমাদের সবার জন্য কঠিন একটি পরিস্থিতি। এই মুহূর্তে সবাইকে অনুরোধ করব, এটা সবার জন্য একটা দারুণ সুযোগ, একসঙ্গে সবাই মিলে ঘরে থেকে ঈদ করার। সুস্থ থাকলে, বেঁচে থাকলে সামনের ঈদ আমরা করতে পারব।’

এরপরই ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে সত্যিকারের ঈদের খুশির বারতা দেন ম্যাশ, ‘বাসার মুরুব্বিদের আমরা সাধারণত সময় দেই না ঈদের দিন, এবার তাদেরকে সময় দেওয়া, তাদের ঈদকে স্পেশাল করে তোলার দারুণ একটি সুযোগ এবার। তারাও যেন তাদের ছেলেবেলায় ফিরে যেতে পারে। বাইরে গেলে, কিছু হলে আমার থেকে পরিবারের সবাই আক্রান্ত হতে পারে। আমি তাই অনুরোধ করব, সবাই ঘরে থাকুন। একসঙ্গে ঈদ করুন।’

বাস্তবতা বুঝে এবারের ঈদে সবাইকে ঘরে থাকার অনুরোধ জানালেন মুশফিকও, ‘এটা আসলেই স্পেশাল একটি ঈদ। যদিও কখনও আমরা চাইনি এরকমভাবে ঈদ আসুক। যেহেতু খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি আমরা, যে নিয়মগুলো আছে, সবকিছু মেনে যেন ঈদ পালন করতে পারি। বাসায় থাকি, বাসার সবাইকে সময় দেই।’

সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন আরেক সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ, ‘সবাই ভালো থাকবেন। সবার জন্য ঈদের শুভেচ্ছা।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দেশের ক্রিকেট
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ