Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেকনাফে অপহৃত আরো এক কৃষককে হত্যা করল ডাকাতদল

কক্সবাজার থেকে বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ মে, ২০২০, ৪:৪৬ পিএম

টেকনাফে অপহৃত শাহ মোহাম্মদ (২৬) নামের এক কৃষককে হত্যা করেছে ডাকাতরা। প্রায় ২৮ দিন আগে টেকনাফ মিনাবাজার এলাকা থেকে ৬ জন কৃষককে অপহরণ করে পাহাড়ে নিয়ে গিয়েছিল রোহিঙ্গা ডাকাত দল।

তখন ৩ জনকে ছেড়ে দিলেও অপর ৩ জনের মুক্তির জন্য ডাকাতরা দাবী করেছিল ২০ লাখ টাকার মুক্তিপণ।
তাদের দাবী করা মুক্তিপণ না পেয়ে ইতোপূর্বে একজনকে হত্যা করে ডাকাত দল। তাদের হাতে জিম্মি দুইজনের ইদ্রীস নামের একজন কৌশলে পালিয়ে আসতে পারলেও অপর জন শাহ মোহাম্মদকে হত্যা করে ডাকাতরা।

বিষয়টি নিশ্চিত হওয়াগেছে টেকনাফ থানার ওসি প্রদীপ দাশ সূত্রে। জানা গেছে ডাকাত দলের কবল থেকে পালিয়ে মুক্তি পাওয়া ইদ্রীসকে সাথে নিয়ে পুলিশ পাহাড়ী দুর্গম পথে শাহ মোহাম্মদের লাশ উদ্ধারে অভিযানে নেমেছে।

অপহরণ ঘটনার পর থেকে আইন শৃঙ্খলা বাহিনী অনেক চেষ্টা করেও অপহৃতদের মুক্ত করতে ব্যর্থ হয় ডাকাত দলের কবল থেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ