Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝালকাঠিতে গৃহবধূর লাশ নিয়ে বিক্ষোভ

অবশেষে মামলা নিলো পুলিশ

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ মে, ২০২০, ২:০২ পিএম

ঝালকাঠিতে নির্যাতনের পর রুনা লায়লা নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগে অবশেষে স্বামী ইউপি সদস্য আব্দুল কুদ্দুসসহ ৫ জনের নামে মামলা হয়েছে। গতরাতে রাজাপুর থানার ওসি বাদী গৃহবধূর ভাই মিজানুর রহমানকে ডেকে এনে মামলা রেকর্ড করেন। রুনা লায়লাকে হত্যার ঘটনায় স্বামীর দ্বারা প্রভাবিত হয়ে মামলা না নেওয়ায় লাশ নিয়ে শুক্রবার প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করে নিহতের বাবা মা ও আত্মীয় স্বজনরা। মিছিল থেকে স্বামী ইউপি সদস্য আব্দুল কুদ্দুসকে গ্রেপ্তারের দাবি জানানো হয়। এ ঘটনায় রাজাপুর থানার ওসি হত্যাকারীর পক্ষ নিয়েছে বলেও অভিযোগ করেন নিহতের স্বজনরা। বৃহস্পতিবার বিকালে তাঁর স্বামী রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল কুদ্দুসের বাড়ি থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে অভিযুক্ত ইউপি সদস্য পলাতক রয়েছে। যৌতুকের দাবিতে বিভিন্ন সময় রুনা লায়লাকে নির্যাতন করতো স্বামী আব্দুল কুদ্দুস। নির্যাতনের পরে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন নিহতের স্বজনরা।

নিহতের বড়ভাই মিজানুর রহমান বলেন, লাশ নিয়ে মিছিল করার খবর পেয়ে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদার আমাকে ফোন করে থানায় অভিযোগ দিতে বলেছেন। পরে ওসি সাহেবও আমাকে থানায় আসতে বলেন। আমি থানায় গেলে তারা অভিযোগটি রেকর্ড করেন। তবে এখনো অসঙ্গতি রয়েছে। সুরতহাল রিপোর্টে আমার বোনের শরীরের আঘাতের যেসব চিহ্ন রয়েছে তা উঠে আসেনি। টাকায় যে সব হয়, তা প্রমান হয়েছে সুরতহাল রিপোর্টে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করছি।

এ ব্যাপারে রাজাপুর থানার ওসি মো. জাহিদ হোসেন জানান, মামলায় ৫ জনকে আসামি করা হয়েছে। আসামিরা পলাতক থাকায় কাউকে গ্রেপ্তার করা যায়নি, তবে চেষ্টা চলছে বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ