Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জ্যোতির সংগ্রামে প্রশংসা করে ভারতে সমালোচিত ইভাঙ্কা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মে, ২০২০, ১০:৫৭ এএম

ভারতে করোনা মহামারির কারণে লকডাউন থাকায় নিজ রাজ্যে ফিরতে অভিবাসী শ্রমিকদের কষ্টকর ও সংগ্রামের বিভিন্ন চিত্র দেখা গেছে। কিন্তু তার মধ্যেও আলাদা করে শিরোনামে এসেছে ১৫ বছরের ‘বাইসাইকেল গার্ল’ জ্যোতি কুমারী। তার সাহস এবং লড়াকু মানসিকতা দেখে মুগ্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কাও।

গত মঙ্গলবার অসুস্থ বাবাকে সাইকেলের পিছনে বসিয়ে ১৫ বছরের জ্যোতি গুরুগ্রাম থেকে ১৩০০ কিমি পাড়ি দিয়ে ফিরে আসে নিজের রাজ্য বিহারে। গোটা রাস্তা পাড়ি দিতে জ্যোতির সময় লাগে সাত দিন। আর সেই ঘটনা নিয়ে সাড়া পড়ে গিয়েছে সর্বত্র। ছোট্ট মেয়ের সাহসিকতায় অভিভূত ইভাঙ্কা টুইট করেছেন, ‘১৫ বছরের জ্যোতি বাবাকে সাইকেলে বসিয়ে ফিরে এসেছে নিজের গ্রামে। ১২০০ কিমিরও বেশি পথ সে পার হয়েছে সাত দিনে। ভারতের মানুষের এই ভালবাসার ছবিটা অসাধারণ ভাবে ফুটে উঠেছে। ধন্যবাদ ভারতীয় সাইক্লিং সংস্থাকেও।’

তবে ইভাঙ্কার এই টুইট নিয়ে ভারতের সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়ও উঠেছে। অনেক রাজনৈতিক নেতাই বলেছেন, ‘পরিবহন বন্ধের কারণেই জ্যোতিকে ঘরে ফিরতে এত সংগ্রাম করতে হয়েছে। এটা উদযাপন করার মতো বিষয় নয়।’ অধিকৃত জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ শনিবার ইভাঙ্কার বার্তার জবাবে টুইট করে বলেন, ‘তার দারিদ্র্য ও হতাশাকে মহিমান্বিত করা হচ্ছে যেন জ্যোতি তার রোমাঞ্চের জন্য ১২০০ কিলোমিটার সাইকেল চালিয়েছিল। সরকারের ব্যর্থতাই এর কারণ। একে অর্জন হিসাবে প্রচার করাটা ঠিক নয়।’

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে, ভারতের কঠোর লকডাউন করোনার বিস্তার সীমাবদ্ধ করতে সহায়তা করেছে, তবে এটি লাখ লাখ দিনমজুরকে পথে বসিয়ে দিয়েছে। কয়েক সপ্তাহ ধরে তারা কষ্ট ভোগ করার পরে সমালোচনার মুখে সরকার এখন অভিবাসীদের ঘরে ফেরাতে ট্রেন এবং বাস চালাচ্ছে।

বিরোধী দলীয় সংসদ সদস্য পি চিদাম্বরম বলেন, ‘এটি মজার কোন কৌতুক নয়। সরকারের একগুয়ে মনোভাব থেকে হতাশার কারণেই এমন কীর্তি গড়ে উঠে।’

তবে জ্যোতির এই মানসিক দৃঢ়তা দেখে তাঁর জন্য এগিয়ে এসেছে সর্বভারতীয় সাইক্লিং সংস্থা। শনিবার সংস্থার চেয়ারম্যান ওঙ্কার সিংহ জানিয়েছেন, তাঁদের তরফে জ্যোতিকে সাইক্লিং করার সুযোগ দেয়া হবে। সূত্র: রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ