Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বেলুচিস্তানে সেনা হত্যাকান্ডে ভারত দায়ী : পাকিস্তান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ মে, ২০২০, ১২:০৫ এএম

পাকিস্তানের বেলুচিস্তানে সেনা হত্যায় ভারত জড়িত বলে অভিযোগ করেছে ইসলামাবাদ। বুধবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেইশি বলেছেন, সোমবার বেলুচিস্তানে সেনাবাহিনীকে লক্ষ্য করে চালানো দু’টি হামলার ঘটনায় ভারতের হাত রয়েছে। তিনি অভিযোগ করেন, সন্ত্রাসীদের মদদ দিয়ে গোটা বেলুচিস্তানকে অস্থিতিশীল ও অনিরাপদ করে তুলতে চায় নয়া দিল্লি। পাকিস্তান সরকার এর আগেও ভারতের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ করেছে। পাকিস্তানের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ করে থাকে ভারত। সোমবার বেলুচিস্তানে পৃথক দু’টি সন্ত্রাসী হামলায় ৭ পাকিস্তানি সেনা নিহত হয়েছে। এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে পাকিস্তান বলছে, ভারতের মদদেই সেখানে হামলা হয়েছে। পাকিস্তানের বেলুচিস্তান হচ্ছে সেদেশের সবচেয়ে অনিরাপদ একটি অঞ্চল। এই প্রদেশে লস্করই জাঙ্গাভি, জামাত আল আহরার ও সিপাহে সাহাবাসহ আরও কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠী সক্রিয় রয়েছে। চলতি মাসের শুরুতেও বেলুচিস্তানে আরেক হামলায় পাকিস্তানের ছয় সেনা নিহত হয়। ডন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ