Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রে ফের একদিনে ১৫০০ মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ মে, ২০২০, ১০:৪৪ এএম

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্র। দেশটিতে মৃত্যুর হার মাঝখানে কয়েক দিন কম থাকলেও ফের বেড়েছে।সর্বশেষ ২৪ ঘণ্টায় দেড় হাজারের বেশি মৃত্যু হয়েছে দেশটিতে। এ নিয়ে প্রাণহানির সংখ্যা ৯৩ হাজার ছাড়িয়েছে। বেড়েছে আক্রান্তের সংখ্যাও।

করোনাভাইরাসে প্রাণহানি ও আক্রান্তের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়াল্ডওমিটারের সবশেষ তথ্যানুযায়ী, বুধবার সকাল সাড়ে ৯ টা পর‌্যন্ত কোভিড-১৯ এ যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। আর মারা গেছেন ৯৩ হাজার ৫৩৩ জন।সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৬১ হাজার ১৮০ জন।আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ৪ লাখ ৫৪ হাজার ৭১৩ জন।

আর জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বলছে, স্থানীয় সময় মঙ্গলবার রাতে সাড়ে ৮টা (বাংলাদেশ সময় বুধবার সকাল সাড়ে ৬টা) পর্যন্ত যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ মৃত্যু হয়েছে ১৫৩৬ জনের। তাতে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৯১ হাজার ৮৪৫ জন, যা বিশ্বের মোট মৃত্যুর এক-চতুর্থাংশেরও বেশি।

এর আগে যুক্তরাষ্ট্রে সোমবার মৃত্যু হয়েছিল ৭৫৯ জনের; আগের দিন মৃত্যু হয়েছিল ৮২০ জনের।

২৪ ঘণ্টায় ২০ হাজার ছাড়ানো নতুন আক্রান্ত নিয়ে মোট আক্রান্ত ছাড়িয়েছে ১৫ লাখ ২৭ হাজার, যা বিশ্বের মোট আক্রান্তের প্রায় এক-তৃতীয়াংশ।

বিশ্বজুড়েই বেড়েছে আক্রান্ত-মৃত্যুর সংখ্যা। আক্রান্ত ৪৯ লাখ ছুঁই ছুঁই; এর মধ্যে সুস্থ ১৬ লাখ ৮৮ হাজার, মৃত্যু ছাড়িয়েছে ৩ লাখ ২৫ হাজার ছাড়িয়েছে।



 

Show all comments
  • Md.kamrul ২০ মে, ২০২০, ১২:৪২ পিএম says : 0
    O.....sad
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ