Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার গ্রুপ অনুশীলনে ইংল্যান্ডের ক্লাবগুলো

বাতিল লিগ, স্কটিশ চ্যাম্পিয়ন সেল্টিক

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২০ মে, ২০২০, ১২:০১ এএম

অনুশীলনে ফেরার প্রথম ধাপ নিয়ে একমত হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। মঙ্গলবার থেকে ছোট ছোট গ্রæপে ভাগ হয়ে অনুশীলন করতে পারবে তারা।
লিগ পুনরায় শুরুর পরিকল্পনায় সোমবারের বৈঠকে একমত হয়েছে ইংল্যান্ডের শীর্ষ লিগের ২০টি ক্লাব। খেলোয়াড়, কোচ, ক্লাব চিকিৎসক, বিশেষজ্ঞ ও সরকারের সঙ্গে পরামর্শ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে লিগ কর্তৃপক্ষ।
অনুশীলনে খেলোয়াড়দের অবশ্যই সামাজিক দ‚রত্বের বিধিনিষেধ মেনে চলতে হবে এবং পরস্পরের সংস্পর্শে আসা যাবে না।
খেলোয়াড়রা আগে থেকেই ব্যক্তিগত পর্যায়ে অনুশীলন করে আসছিলেন। নতুন সিদ্ধান্তের ফলে লিগ পুনরায় শুরুর সম্ভাবনা বাড়ল। স্থগিত হওয়ার আগে লিগের সবশেষ ম্যাচ হয়েছিল গত ৯ মার্চ। ৩ এপ্রিল অনির্দিষ্টকালের জন্য লিগ স্থগিত করা হয়।
তবে লিগ বাতিল করেছে গ্রেট ব্রিটেনের আরেক দেশ স্কটল্যান্ড। করোনাভাইরাসের ছোবলে স্থগিত হয়ে যাওয়া স্কটিশ প্রিমিয়ারশিপ বাতিল ঘোষণার ফরে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে সেল্টিককে। গত ১৩ মার্চ লিগ স্থগিত হওয়ার সময় শিরোপা প্রতিদ্ব›দ্বী রেঞ্জার্সের চেয়ে ১৩ পয়েন্ট এগিয়ে ছিল সেল্টিক। গতপরশু সর্বস্মতিক্রমে মৌসুম বাতিলের ও সেল্টিককে চ্যাম্পিয়ন ঘোষণার সিদ্ধান্ত হয়। এই নিয়ে টানা নবমবারের মত লিগ শিরোপা জিতল দলটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্লাব

১৪ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ