Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভয়াবহ মন্দা আসছে ভারতে

মূল্যায়ন সংস্থা গোল্ডম্যান স্যাক্সের আশঙ্কা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ মে, ২০২০, ১২:০১ এএম

চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতের গড় জাতীয় উৎপাদন ৪৫% কমতে পারে। আশঙ্কা ম‚ল্যায়ন সংস্থা গোল্ডম্যান স্যাক্সের। পাশাপাশি ২০২০-২১ অর্থবর্ষে বার্ষিক গড় উৎপাদন সব মিলিয়ে ৫% কমতে পারে, জানাল তারা। গোল্ডম্যানের বক্তব্য, এমন মন্দা আগে কখনো দেখেনি ভারত। আগেও একবার দ্বিতীয় ত্রৈমাসিকের প‚র্বাভাষ দিয়েছিল গোল্ডম্যান। তখন বৃদ্ধির হারে ২০% হ্রাসের কথা বলেছিল তারা। চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিক যখন শেষ হওয়ার মুখে, ঠিক সেই সময়ে আরো একবার ভারতের বৃদ্ধির হারে কাঁচি চালাল ওই সংস্থা। তবে পরবর্তী ত্রৈমাসিকে ভারতের সার্বিক বৃদ্ধির হার ২০% বাড়তে পারে বলেও আশা প্রকাশ করেছে তারা। পাশাপাশি চলতি অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিক (১৪%) ও পরবর্তী অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে (৬.৫%) বৃদ্ধির হারের প‚র্বাভাষ আপাতত অপরিবর্তিত রেখেছে গোল্ডম্যান স্যাক্স। ভারতের অর্থনীতি চাঙ্গা করতে স¤প্রতি ‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পের আওতায় ২০ লক্ষ কোটি রুপির আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে মোদি সরকার। তারপরই গোল্ডম্যান স্যাক্সের এই প‚র্বাভাষ মোদি সরকারের অন্দরে কাঁপুনি ধরাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ১৭ মে তারিখের একটি নোটে সংস্থার দুই অর্থনীতিবিদ প্রাচি মিশ্র ও অ্যানড্রু টিলডন জানাচ্ছেন, ‘বিগত কয়েক দিনের ঘোষণায় দেশের বিভিন্ন অর্থনৈতিক সেক্টরের পরিকাঠামোগত সংস্কারের দিকে জোর দিয়েছে কেন্দ্র। এই সংস্কারের প্রভাব খুব শিরগিরই দেখা যাবে না। আমরা ভারতের অর্থনৈতিক পরিস্থিতির দিকে কড়া নজর রাখব।’ আজকাল।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ