প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
মহামারি করোনা মোকাবিলায় শুরু থেকেই সহায়তা করে আসছেন ঢাকায় সিনেমার নায়ক, প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিল। এবার নায়ক তার অসচ্ছল পাঁচশত ভক্তকে ১০ লাখ টাকা দিবেন। এমনটি জানিয়েছেন চিত্রনায়ক নিজেই।
বৃহস্পতিবার (২০ মে) রমজান উপলক্ষে নিজের যাকাত ফান্ড থেকে ১০ লাখ টাকার অর্থ সহায়তা দিবেন নায়ক। দুর্যোগে কর্মহীন হয়ে পড়া ৫০০ জন অসচ্ছল ভক্তদের মাঝে এই টাকা বিতরণ করা হবে। সম্প্রতি এক ভিডিও বার্তায় এসব তথ্য দেন অনন্ত জলিল।
সেই ভিডিও বার্তায় নায়ক অনন্ত জলিল বলেন, চলমান লকডাউনে দিনমজুররা কর্মহীন হয়ে পড়েছেন। ইতোমধ্যে আমার সাধ্য মতো তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এছাড়াও চলচ্চিত্রের বেশকিছু সংগঠনকেও সহায়তা দিয়েছি।
তিনি আরো বলেন, গত ১ মাস ধরে আমার ভক্তরা সাহায্যের জন্য বলে আসছিলেন। তাদের অনুরোধ রেখে আমার যাকাত ফান্ড থেকে ৫০০ জনকে ১০ লাখ টাকা দেওয়া হবে। তাই যারা অসচ্ছল শুধু তারাই আবেদন করবেন।
এর নিয়মাবলিও বলে দিয়েছেন নায়ক। আবেদনের পূর্বে অনন্ত এবং বর্ষার ফেসবুক ফ্যান গ্রুপে যুক্ত হয়ে ফরম পূরণ করতে অসচ্ছল ভক্তদের প্রতি অনুরোধ জানিয়েছেন ঢাকায় সিনেমার নায়ক।
এদিকে ঈদুল আযহায় মুক্তির মিছিলে রয়েছে বহুল আলোচিত সিনেমা ´দিন: দ্য ডে´। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনার ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন অনন্ত জলিল ও চিত্রনায়িকা বর্ষা।
আবেদনের জন্য ফরম পূরণ করতে এখানে ক্লিক করুন
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।