Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আকাশচুম্বী বৈদেশিক ঋণ আর জাতীয় রিজার্ভ কমে চরম উদ্বেগে সউদী আরব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মে, ২০২০, ২:৩৭ পিএম

আরব দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় অর্থনীতির দেশ সউদী আরব এ বছর ২২ হাজার কোটি সউদী রিয়াল ঋণ গ্রহণ করতে যাচ্ছে বলে জানিয়েছেন সে দেশের অর্থমন্ত্রী মোহাম্মেদ আল জাদান।
দেশটির অর্থনৈতিক অবস্থা কতটা ভঙ্গুর অবস্থায় রয়েছে তা এই ঋণগ্রহণ থেকেই বোঝা যাচ্ছে। একই সঙ্গে দৃশ্যমান করছে সরকারের আকাশচুম্বী ঋণের বোঝা। অথচ কয়েক বছর আগেও দেশটি বিশ্বের সর্বনিম্ন ঋণগ্রহীতা দেশের অন্যতম ছিল।
দেশটির এমন অবস্থার পেছনে ইয়েমেনে যুদ্ধে জড়ানোকে অন্যতম কারণ বলা হচ্ছিল। এখন নভেল করোনাভাইরাসের আঘাতে তেলের বিশ্ববাজার পড়ে যাওয়ায় জ্বালানি তেল রপ্তানিতে পৃথিবীর শীর্ষ দেশটির সামনের দিনগুলো আরো কঠিন হবে বলেই প্রতীয়মান হচ্ছে। এছাড়া করোনায় হজ, ওমরাহ ও ভ্রমণ বন্ধ থাকায় সারা দুনিয়া থেকে মক্কা-মদিনায় মুসলমানদের আগমন বন্ধ থাকায়ও দেশটির অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
করোনার নতুন সংকটের আগেই বিশ্বব্যাংকের দেওয়া তথ্যে দেখা যায়, ২০১৯ সালের শেষ নাগাদ সে বছর সউদী আরবের বৈদেশিক ঋণের পরিমাণ ১৮ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার। ২০১৮ সালে যা ছিল ১৫ হাজার ১০০ কোটি মার্কিন ডলার। খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে, এ বছর এ সংখ্যা আরো বাড়তে যাচ্ছে। ঋণের পরিমাণটা যেমন, তেমনি প্রতিবছর ঋণ বাড়ার হার ভয়াবহ। ২০১৪ সালে ইয়েমেন যুদ্ধ শুরুর আগে সউদী আরবের বৈদেশিক ঋণের পরিমাণ ছিল মাত্র এক হাজার ২০০ কোটি ডলার। গত পাঁচ বছরে ঋণ নেওয়ার হার এক হাজার ৫০০ শতাংশ বেড়েছে।
লন্ডনভিত্তিক সাংবাদিক মোহাম্মদ আয়েশ গতকাল শুক্রবার মিডল ইস্ট আই অনলাইনে এক বিশ্লেষণী প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছেন। তিনি বলছেন, নিজের অর্থনৈতিক সমস্যার চাপ শুধু সউদী আরবের ওপরই সীমাবদ্ধ থাকবে না। গোটা আরব অঞ্চলে এর বিরূপ প্রভাব পড়বে।
ইয়েমেন যুদ্ধে জড়ানোর পর থেকে রিজার্ভও কমেছে ব্যাপক হারে। ২০১৪ সালে সউদী আরবের রিজার্ভ ছিল ৭৩ হাজার ২০০ কোটি মার্কিন ডলার। ২০১৯ সালে এসে তা ৪৯ হাজার ৯০০ কোটি ডলারে ঠেকেছে। পাঁচ বছরে ২৩ হাজার ৩০০ বিলিয়ন ডলার রিজার্ভ কমেছে বিশ্বের শক্তিশালী অর্থনীতি ও ক্ষমতাধর ২০ দেশের জোট জি-টোয়েন্টির একমাত্র আরব সদস্য দেশের।
সাংবাদিক মোহাম্মদ আয়েশ লিখেছেন, করোনাভাইরাসের আগেই গত পাঁচ বছরে এ বিপুল পরিমাণ রিজার্ভের অর্থ গায়েব হয়েছে। করোনায় তেলের বাজার পড়ে যাওয়ায় নতুন সংকটের ফলে এ প্রশ্নটি হয়তো আর তোলা হবে না।
ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০ প্রকল্পের মাধ্যমে আশা দেখানোর চেষ্টা করা হলেও দেশটির অর্থনৈতিক সংকট নিয়ে উদ্বেগ কমছে না। করোনায় বৈশ্বিক অর্থনৈতিক মন্দার হুমকি সামনে রেখে বাড়তে থাকা বৈদেশিক ঋণ আর জাতীয় রিজার্ভ কমার চিত্রে সউদীদের উদ্বেগ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।



 

Show all comments
  • Mohammed Kowaj Ali khan ১৭ মে, ২০২০, ২:৪৪ পিএম says : 0
    অপচয় করা শয়তানের কাজ। আর ইসলাম বীরুদ্বী কাজ শয়তানের কাজ। জালীম ধংস করিবেন আল্লাহতা'আলা। ইনশাআল্লাহ।
    Total Reply(1) Reply
    • elu mia ১৭ মে, ২০২০, ৫:০৯ পিএম says : 0
      ওস্মানি সম্রাজ্জ(অটোম্যান) এইভাবে ধ্বংস হইসিল।
  • আতাউর রহমান ১৭ মে, ২০২০, ৩:০২ পিএম says : 0
    আল্লাহ তাদের হেফাজত করুক।
    Total Reply(0) Reply
  • elu mia ১৭ মে, ২০২০, ৫:০৮ পিএম says : 0
    আশা করি এই সৌদি রাজ পরিবারের পতন ঘটবে আর ইমাম মেহেদি আসবে এই বসর।সেই সঙ্গে ইরান রাশিয়া আর আমেরিকার পতন ঘটবে ইনশাআল্লাহ। করোনার কারনে এদের সবার অর্থনীতি ঝুলে পরেছে।
    Total Reply(0) Reply
  • মোহঃ আতাউর রহমান ১৭ মে, ২০২০, ১১:৩৯ পিএম says : 0
    সব কিছুর মালিক আল্লা
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদী আরব


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ