Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মে, ২০২০, ২:১৬ পিএম

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস নগরে একটি বিস্ফোরণের প্রেক্ষিতে আশেপাশের বেশ কয়েকটি ভবনে ভয়াবহ আকারে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দুই শতাধিক কর্মী এ আগুন নেভাতে কাজ করছেন বলে জানিয়েছে সিএনএন। আগুন লাগার পরপরই স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিকট একটি বিস্ফোরণ হয়। যা অনেক দূর পর্যন্ত শোনা গেছে। বিস্ফোরণে ওই এলাকা কেঁপে ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে লস অ্যাঞ্জেলেসের আকাশে উড়ছে।
মুখপাত্র স্কট জানান, বিস্ফোরণ ও আগুনের তাণ্ডবে সেখানে উপস্থিত ২৪০ দমকলকর্মীর মাঝে প্রায় ১১ জন আহত হন। তাদের স্থানীয় কাউন্টির ইউএসসি মেডিকেল সেন্টার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে এতে রাস্তার অপর পাশে রাখা দমকল বিভাগের একটি গাড়ি পুড়ে কালো আকার ধারণ করে। আগুনের হল্কায় অনেক দমকলকর্মীর হেলমেটও গলে যায়। এসময় আশেপাশের কয়েকটি ভবনেও আগুন ছড়িয়ে পড়ে।
দমকল বিভাগ জানিয়েছে, আগুন ও বিস্ফোরণের কারণ জানতে তারা অনুসন্ধান শুরু করেছে। প্রাথমিক তদন্তে বিউটেন হ্যাশওয়েল বিক্রেতা একটি গুদামঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে।
অগ্নিকাণ্ডের এলাকায় বেশ কয়েকটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এমনিতে মহামারি করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে লকডাউন চলছে। বিশ্বব্যাপী করোনার আঘাতে সবচেয়ে দুর্দশাগ্রস্ত অবস্থায় পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।



 

Show all comments
  • elu mia ১৭ মে, ২০২০, ৫:১০ পিএম says : 0
    আসা করি আমেরিকাতে একটা গৃহ যুদ্ধ শুরু হবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ