Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাত জোটাতে স্টিয়ারিং হাতে সেলিনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মে, ২০২০, ১২:০৩ এএম

সেলিনার কথায়, ‘আমি ভয় পাইনি। কিন্তু এভাবে মারণ ভাইরাসের বিরুদ্ধে সম্মুখ সমরে নামছি বলে আতঙ্কে অসুস্থ মা-বাবার যদি কিছু হয়ে যায়! সেই ভয়ে আমার এই লড়াইয়ের কথা তাঁদেরকে এখনও জানাইনি।’ জ্ঞান হওয়া পর্যন্ত জীবনের সঙ্গে যুদ্ধ করে চলেছেন বাংলায় এমএ পাস সেলিনা বেগম। জীবনটাই তার কাছে মস্ত এক লড়াইয়ের ময়দান। পিছপা হননি কখনও। তাই যখন ডাক এল করোনা যুদ্ধে সামিল হওয়ার, দ্বিতীয়বার ভাবেননি সেলিনা বেগম। সেলিনা উত্তর দিনাজপুরের হেমতাবাদ ক্লক স্বাস্থ্যকেন্দ্রের অ্যাম্বুলেন্স চালক। কোভিড-১৯ মোকাবিলায় প্রথম থেকেই এক্সিলেটরে চাপ দিয়ে ছুটে চলেছেন গাড়ি নিয়ে নিয়ে। কখনও ব্লক স্বাস্থ্য কেন্দ্র থেকে কোয়ারান্টিন সেন্টার কিংবা রায়গঞ্জ মেডিক্যাল কলেজ, আবার কখনও কোয়ারান্টিন থেকে ‘সারি’ হাসপাতালে রোগী নিয়ে ছুটছেন। সুরক্ষা সরঞ্জাম বলতে মাস্ক, টুপি, হ্যান্ড স্যানিটাইজার ও একটি রেইন কোট। রোগীকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিয়েই স্যানিটাইজ করে নিচ্ছেন নিজের অ্যাম্বুলেন্স। প্রথম দিকে খানিকটা দ্বিধা থাকলেও এখন তা কেটে গিয়েছে। বেড়েছে আত্মবিশ্বাসও। এই সময়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ