প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
প্রথমবারের মতো কোনো সংবাদ পত্রিকার সম্পাদক হলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। সময়কে অতিক্রম করার প্রত্যয় নিয়ে প্রকাশিতব্য অনলাইন নিউজ পোর্টাল ‘সংবাদ প্রকাশ’-এর সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। আগামী ৩০ জুলাই নিউজ পোর্টালটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। সেলিনা হোসেন বলেন, অনলাইন গণমাধ্যম বিশ্বজুড়ে একটি বড় জায়গা তৈরি করেছে। এটি মানুষের কাছে খবর পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ দিক। সংবাদপত্র সমাজের একটি দিক মাত্র নয়, এটি সার্বিকভাবে জনজীবনের সবটুকু ধারণ করে। অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সামাজিক চেতনাবোধ মূলধারার গণমাধ্যমে যেভাবে আসে, অনলাইন গণমাধ্যম হিসেবে ‘সংবাদ প্রকাশ’ সকলের সেই প্রত্যাশার জায়গা পূরণ করবে। তিনি বলেন, বলেন, স্বাধীন-স্বার্বভৌম বাংলাদেশ, আমাদের স্বাধীনতার স্বপ্নপূরণের জায়গা। মুক্তিযুদ্ধ দিয়ে স্বাধীন দেশ তৈরি হয়েছে। আমরা মনে করি, এখন আমাদের চারপাশের যে জাগয়াগুলো আছে, সেটাকে ধারণ করে জয় করা এই পত্রিকার একটি অন্যতম মাধ্যম হবে। নিউজ পোর্টালটির অনলাইন প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন লেখক ও সাংবাদিক বিধান রিবেরু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।