মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মিয়ানমারে বিভিন্ন সময়ে আটক হওয়া ২২ জন স্বাধীনতাকামীকে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে। এসব স্বাধীনতাকামীরা ভারতের মনিপুর ও আসাম রাজ্যের ওয়ান্টেড তালিকায় রয়েছে। শুক্রবার বিশেষ বিমানে করে তাদের ভারতে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। ভারত-মিয়ানমার সীমান্তের ১৬০০ কিলোমিটার জুড়ে অবস্থান নিয়ে স্বাধীনতার দাবিতে ভারতের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে বিভিন্ন গোষ্ঠী। গত বছরের ফেব্রুয়ারি ও মার্চে এসব গোষ্ঠীর বিরুদ্ধে জোরালো অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। এসব অভিযানে আটক হয় সশস্ত্র স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোর বেশ কয়েক জন শীর্ষ নেতা। শুক্রবার ভারতের কাছে হস্তান্তর করা স্বাধীনতাকামীদের মধ্যে রয়েছেন ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফ্রন্ট (এনডিএফবি)-এর রাজেন দায়মারি, মণিপুরের ইউনাইটেড ন্যাশনাল লিবারেল ফ্রন্ট (ইউএনএলএফ)-এর ক্যাপ্টেন সানাতোম্বা নিংথোজাম এবং পিপলস রেভোলিউশনারি পার্টি অব কাংলেইপাক (প্রিপক)-এর লেফটেন্যান্ট পশুরাম লাইসরাম। নিরাপত্তা পরিকল্পনাকারী একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, ভারতের উত্তর-পূ‚র্বাঞ্চলের বিদ্রোহী গ্রুপের সদস্যদের ভারতের হাতে তুলে দেয়ার অনুরোধে এটাই প্রথম সাড়া মিয়ানমার সরকারের। এটাকে দেখা হচ্ছে দুই দেশের গোয়েন্দা ও প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির ফল হিসেবে। যাদেরকে ফেরত দেয়া হয়েছে তার মধ্যে রয়েছে ভারতের বিদ্রোহী সিনিয়র ও দীর্ঘদিনের ওয়ান্টেড কিছু নেতা। এবিপি, হিন্দুস্তান টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।