Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুর্দি বিদ্রোহীদের সঙ্গে সম্পর্ক রাখায় ৪ মেয়রকে আটক করেছে তুরস্ক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ মে, ২০২০, ১:০৭ পিএম

তুরস্কে কুর্দি বিদ্রোহীদের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে দেশটির উত্তর-পূর্বাঞ্চল এবং পূর্বাঞ্চল থেকে ৪ মেয়রকে শুক্রবার (১৫ মে) আটক করা হয়েছে। পিপলস ডেমোক্র্যাটিক পার্টির এই মেয়রদের তাদের বাড়ি থেকেই আটক করা হয়। আল আরাবিয়া
সরকার অভিযোগ করছে, এই দলটি বেআইনি ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকের সঙ্গে যুক্ত। এসব নেতাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তাদের স্থলাভিষিক্ত করা হয়। তবে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এই চার মেয়রই ২০১৯ সালের মার্চ মাসে নিজেদের এলাকার নির্বাচনে জয়লাভ করেন।
গত নির্বাচনে বিজয়ী প্রায় ৪৫ মেয়রকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং তাদের মধ্যে ২১ জনকে সন্ত্রাসী অভিযোগে জেল দেওয়া হয়। তাছাড়া পিপলস ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যানসহ সাত সাবেক বিধায়কও এখন জেলে রয়েছেন। আল আওসাত
এদিকে নিউ ইয়র্ক ভিত্তিক হিউমান রাইটস ওয়াচ এসব গ্রেপ্তারের বিষয়ে তুরস্কের সমালোচনা করে বলেছে, এতে জনগণের ভোটাধিকারকে খর্ব করা হচ্ছে। তবে তুরস্ক ছাড়াও যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন পিকেকে একটি সন্ত্রাসী সংগঠন বলে বিবেচনা করে।

ভয়েস অফ আমেরিকা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ