Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতিবন্ধী ছোট ভাইকে মারধরের প্রতিবাদ করায় বখাটেদের চলার আঘাতে নিহত হলেন রুবেল

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ মে, ২০২০, ৯:২৪ পিএম

আজ ইফতারের পূর্বে বহাল গাছিয়া এলাকায় রুবেল (২৮)নামে এক যুবক তার প্রতিবন্ধী ভাইকে মারধরের প্রতিবাদ করায় বখাটে যুবকদের চলার আঘাতে মাথায় গুরুতর জখম হয়ে নিহত হয়েছেন ।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার মোরশেদ জানান, নিহত রুবেলের প্রতিবন্ধী ভাই জুয়েলকে একই এলাকার বখাটে ফিরোজসহ তার সহযোগীরা উত্যক্ত ও মারধর করে । ঘটনা শুনে রুবেল জিজ্ঞাসাবাদ করতে গেলে বখাটে ফিরোজ সহ তার সহযোগীদের সাথে তার মারামারি হয়। এসময় প্রতিপক্ষের চলার আঘাতে মাথায় গুরুতর জখম হয় রুবেল,এ সময় ফিরোজও আহত হয় । পরে উভয়কে জখম অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে রাত সাড়ে সাতটায় সেখানে প্রাণ হারায় রুবেল । পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ফিরোজ ,আল মামুন ও মেহেদী নামে তিন যুবককে আটক করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ