Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

শ্রমিকদের বিনামূল্যে দু’মাস খাদ্যশস্য দেবে ভারত!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ মে, ২০২০, ১২:০১ এএম

করোনা লকডাউনে ক্ষতিগ্রস্ত ভারতের অভ্যন্তরীণ অভিবাসী শ্রমিকদের জন্য আর্থিক প্রণোদনা ঘোষণা করেছেন দেশটির অর্থমন্ত্রী নির্মলা সিতারমন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি ঘোষণা দেন, প্রায় ৮ কোটি অভিবাসী শ্রমিককে দুই মাস বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ করা হবে। এ কাজে ব্যয় হবে ৩৫ বিলিয়ন রুপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষিত ২০ লাখ কোটি রুপির আর্থিক প্রণোদনা প্যাকেজের আওতায় এই খাদ্যশস্য বিতরণ করা হবে। ভারতে করোনাভাইরাসে বিস্তার ঠেকাতে জারি করা লকডাউনে বিপাকে পড়েছেন অভ্যন্তরীণ অভিবাসী শ্রমিকরা। বেশিরভাগই লকডাউনে হারিয়েছেন কাজ। ফলে বাধ্য হয়ে তারা নিজ রাজ্যে ফেরত আসতে চাইছেন। যদিও ভাইরাসের বিস্তার ঠেকাতে সরকার সব ধরনের গণপরিবহন বন্ধ রেখেছিল। পরে শুধু শ্রমিকদের ঘরে ফেরাতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়। ভারতীয় অর্থমন্ত্রী বলেন, এপ্রিল থেকে ভারত সরকার প্রায় ১০০ বিলিয়ন রুপি ব্যয় করেছে ২৩ মিলিয়ন বেকারদের পেছনে। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ