মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আবারো আমেরিকায় তেলের দাম ব্যাপকভাবে কমে যেতে পারে এবং তা জিরো ডলারের নিচে নেমে যেতে পারে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের জুন কন্টাক্ট শেষ হয়ে যাওয়ার কারণে এই ঝুঁকি তৈরি হয়েছে। আগামী ১৯ মে কন্টাক্ট শেষ হবে।
মার্কিন কমোডিটিস রেগুলেটর দেশটির ব্রোকারস, এক্সচেঞ্জ এবং ক্লিয়ারিং হাউসগুলোকে এ সতর্কবার্তা দিয়েছে। এর আগে এপ্রিল মাসে স্মরণকালের সবচেয়ে কম দামে আমেরিকায় জ্বালানি তেল বিক্রি হয়েছে যা জিরো ডলারের নিচে নেমে যায়। এ ধরনের দরপতন হলে ব্যবসায়ী এবং ফিউচার ব্রোকারদেরকে নতুন করে ক্ষতির মুখে পড়তে হবে।
আমেরিকার কমোডিটি ফিউচার ট্রেডিং কমিশন বা সিএফটিসি বলছে, “মে মাসে অসম্ভব রকমের অস্থিতিশীলতা এবং নেতিবাচক দামের অভিজ্ঞতা থেকে আমরা এই সতর্কবার্তা উল্লেখ করছি।”
আমেরিকায় প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারী ছড়িয়ে পড়ার পর লকডাউনের কারণে ব্যাপকভাবে তেলের ব্যবহার কমে যায়।
সূত্র: পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।