Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈশ্বরদীতে রাতে ঘরে ঢুকে যুবতি ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

ঈশ্বরদী (পাবনা)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ মে, ২০২০, ২:২৪ পিএম

ঈশ্বরদীতে রাতেরবেলা ঘরে ঢুকে বুকে ছোরা ধরে ফাতেমা (১৮) নামের এক যুবতিকে ধর্ষন করেছে প্রতিবেশী মিঠুন (২৮) নামের এক যুবক। ঘটনাটি ঘটেছে ঈশ্বরদী পৌর এলাকার পিয়ারপুর মধ্যপাড়া এলাকায়। গতকাল বুধবার রাতে ঈশ্বরদী থানায় দায়েরকৃত মামলায় জানাগেছে, উল্লেখিত এলাকার হারান প্রামানিকের ছেলে হাবিবুর রহমান মিঠুন গত ১৮ এপ্রিল রাতে প্রতিবেশী রেজাউল হক মালিথার যুবতি মেয়ে মোছাঃ ফাতেমা খাতুনের ঘরে ঢুকে বুকে ছোরা ধরে জোর পূর্বক ধর্ষণ করে বেড়িয়ে যাবার সময় তার চিৎকারে পাশের ঘরে থাকা মা ও অন্যান্যরা মিঠুনকে জাপটে ধরে কিন্তু মিঠুন শক্তি প্রয়োগ করে পালিয়ে যায়। বিষয়টি মিঠুনের অভিভাবকদের জানালে তারা উভয়ের বিয়ে দিয়ে বিষয়টি নিষ্পত্তি করার আশ্বাস দেয় এবং থানায় মামলা দায়ের না করার জন্য অনুরোধ জানায়। কিন্তু গতকাল পর্যন্ত বিয়ের ব্যাবস্হা না করে নানাভাবে তালবাহানা করায় গতকাল রাতে থানায় মামলা দায়ের করা হয়। ঈশ্বরদী থানাপুলিশ গতকাল রাতেই ধর্ষক মিঠুনকে গোপন সংবাদের ভিত্তিতে রুপপুর থেকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ