Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপাসিয়ায় বানার নদী থেকে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ মে, ২০২০, ১:৫৬ পিএম

নিখোঁজের দু’দিন পর কাপাসিয়ার বানার নদী থেকে রাসেল মিয়া (১৫) নামে এক হাফিজিয়া মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার নদীতে গোসল করতে নেমে শ্রীপুর থেকে নিখোঁজ হয়েছিল সে।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল দশটার দিকে কাপাসিয়ায় সিংহশ্রীর কুড়িয়াদি এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

সত্যতা নিশ্চিত করেছেন কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম।

নিহত রাসেল শ্রীপুর বরমী মধ্যপাড়া এলাকার লিটন মিয়ার ছেলে। সে স্থানীয় একটি হাফেজি মাদ্রাসায় পড়তো।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত রাসেল নদীতে গোসল করতে নেমে শ্রীপুরের কেন্দুয়া এলাকা থেকে ১২ মে (মঙ্গলবার) দুপুরে নিখোঁজ হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল দু’দিন খোঁজাখুঁজি করেও তার লাশের সন্ধান করতে পারেনি। বৃহস্পতিবার সকাল দশটার দিকে কাপাসিয়ার সিংহশ্রীর কুড়িয়াদি এলাকায় বানার নদীতে তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা থানায় দেয়।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, সিংহশ্রীর কুড়িয়াদি এলাকায় বানার নদীতে মাদ্রাসা ছাত্র রাসেলের লাশ ভেসে উঠলে স্থানীয়রা থানায় খবর দেয়। সকাল দশটার দিকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ