Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্লাবগুলোর জন্য সরকারের কাছে অর্থ চেয়েছে বাফুফে!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ মে, ২০২০, ১২:০৩ এএম

প্রাণঘাতি করোনাভাইরাসের প্রভাবে এখন স্থবির সব দেশের নানা কর্মকান্ড। করোনা সংক্রামণ রুখতে বর্তমানে রন্ধ রয়েছে বিশ্বের সব দেশের খেলাধুলা। ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) স্থগিত হয়েছে প্রায় দু’মাস আগে। গত ১৫ মার্চের পর বিপিএলের খেলা আর মাঠে গড়ায়নি। মাঠে খেলা নেই, তাই বলে কি ক্লাবগুলোর খরচ থেমে আছে? অবশ্যই তা নয়। খেলা বন্ধ থাকায় বেশি ক্ষতির মুখে পড়েছে ক্লাবগুলো। প্রিমিয়ার থেকে শুরু করে পাইওনিয়ার লিগ পর্যন্ত সব ক্লাবই খেলা বন্ধ থাকায় পড়েছে বিপাকে। তারা এখন চরম আর্থিক সংকটে দিন পাড় করছে। মাঠে খেলা না থাকায় খেলোয়াড়, কোচ, রেফারি ও ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই পড়েছেন ক্ষতির মুখে। তাই তাদের সহায়তা করাটা এখন সময়ের দাবী। প্রিমিয়ার লিগের ক্লাবগুলো ইতোমধ্যে বাফুফের কাছে সহযোগিতা বিষয়টি তুলে ধরেছে। বিশেষ করে করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ ক্লাবগুলোকে ফিফা সহযোগিতা দেয়ার আশ্বাসের পর এই দাবি আরো জোরদার হয়। সরকার ইতোমধ্যে অসহায় ও দুস্থ খেলোয়াড়দের সাহায্য করার জন্য ১ কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছেন। এই খাত থেকে প্রায় ২০০ ফুটবলার উপকৃত হবেন। কিন্তু ক্লাবগুলো কী পাবে? কিভাবে তারা করোনা সংকট মোকাবেলা করবে? ক্লাবগুলোর কথা মাথায় রেখে তাদের জন্য সরকারের কাছে অর্থ চেয়েছে দেশের ফুটবলের অভিভাবক সংস্থা বাফুফে। তথ্যটি নিশ্চিত করেছেন বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ। তিনি বলেন,‘আমরা ক্লাবগুলোকে সহায়তা দিতে সরকারের কাছে একটা বরাদ্দ চেয়েছি। দুই সপ্তাহ আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের কাছে এই অর্থ চেয়ে চিঠি দেয়া হয়েছে। আমাদের সভাপতি কথাও বলেছেন ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে। সরকারের কাছ থেকে বরাদ্দ পেলে আমার ক্লাবগুলোকে সহায়তা করতে পারব।’
সরকার ছাড়াও ফিফার কাছ থেকে একটা অর্থ বরাদ্দ পাবে বলে আশা করছে বাফুফে। এ প্রসঙ্গে সোহাগ বলেন, ‘ফিফা গ্রেটার ফিনান্সিয়াল রিলিফ প্রোগ্রাম থেকে করোনা সহায়তা হিসেবে অর্থ সহযোগিতা করবে। ওখান থেকে সহযোগিতা আসলে এবং সরকার অর্থ বরাদ্দ দিলে আমরা ক্লাবগুলোর পাশে দাঁড়াতে পারব।’ বাফুফে সাধারণ সম্পাদক যোগ করেন, ‘আমাদের প্রিমিয়ার লিগ থেকে শুরু করে পাইওনিয়ার লিগ পর্যন্ত অনেক ক্লাব। সব ক্লাবের আর্থিক অবস্থা সমান নয়। ছোট ছোট ক্লাবের অনেক কোচ আছেন যারা এখন নানা সমস্যায় রয়েছেন। সবকিছু মিলিয়ে আমরা করোনায় ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াতে পারব সরকার ও ফিফার কাছ থেকে অর্থ পেলে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ