Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনার মধ্যেই পম্পেও’র ইসরায়েল সফর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ মে, ২০২০, ৪:৪৮ পিএম

কোভিড-১৯ মহামারির মধ্যেই ইসরায়েল সফরে গেলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। যেখানে বিশ্বব্যাপী করোনার প্রাদুর্ভাব চলায় বিভিন্ন দেশে মার্কিন কর্মকর্তাদের সফর সীমিত করা হয়েছে। তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পম্পেও এ সফরের উদ্দেশ্য হলো করোনাভাইরাস মোকাবেলায় পশ্চিম এশিয়ায় ইরানের তৎপরতার অবস্থা খতিয়ে দেয়া এবং জর্ডান নদীর পশ্চিম তীরকে ইসরায়েলে অন্তর্ভুক্তির বিষয়ে তেলআবিবের সিদ্ধান্তের ব্যাপারে আলোচনা করা। ধারণা করা হচ্ছে, পম্পেও ওই বিষয়গুলোতে ইসরায়েলের সন্তুষ্টি লাভের চেষ্টা করবেন।

তেলআবিব সফরের আগে মাইক পম্পেও এক সাক্ষাতকারে বলেছেন, ইরানের হুমকি মোকাবেলা করা, দেশটির পরমাণু অস্ত্র অর্জনের প্রচেষ্টা ঠেকানোর উপায় বের করাই তার ইসরায়েল সফরের উদ্দেশ্য।

প্রসঙ্গত, করোনার প্রাদুর্ভাব মোকাবেলা করতে ব্যর্থ হওয়ার কারণে ট্রাম্প প্রশাসন বর্তমানে কংগ্রেস ও গণমাধ্যমের তীব্র সমালোচনার সম্মুখীন হচ্ছেন। সামনেই প্রেসিডেন্ট নির্বাচন। এ অবস্থায় নির্বাচনে জেতার জন্য ট্রাম্পের ইহুদিবাদি লবিং গ্রুপ আইপ্যাকের সমর্থনের প্রয়োজন রয়েছে। এ কারণে তিনি বেশ কিছু বিষয়ে ইসরায়েলের সঙ্গে পুরোপুরি একমত হয়ে পদক্ষেপ নেয়ার চিন্তাভাবনা করছেন।

এসময় তিনি ব্লু এন্ড হোয়াইট নেতা বেনি গান্তজের সঙ্গেও সাক্ষাত করবেন। উভয় নেতার সঙ্গে একইদিনে সাক্ষাত করবেন পম্পেও। এদিনই দুই নেতা একইসঙ্গে ইসরায়েলের নতুন সরকার গঠন ও শপথ পাঠ করবেন। সাক্ষাতে কোভিড-১৯ মোকাবেলা নিয়ে ইসরায়েলি নেতাদের সঙ্গে আলোচনা করার কথা রয়েছে
পাশাপাশি, আঞ্চলিক নানা ইস্যুতেও কথা বলবেন তারা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে। এতে আলাদা করে ইরানের হুমকি মোকাবেলার কথা উল্লেখ করা হয়েছে।

পম্পেওর এই সফর হতে চলেছে সীমান্ত বন্ধ করার পর ইসরায়লে প্রথম কোনো আন্তর্জাতিক প্রতিনিধির সফর। কোভিড-১৯ এর বিস্তার ঠেকাতে গত মার্চ মাসে সীমান্ত বন্ধের ঘোষণা দিয়েছিল ইসরায়েল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ