Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ন্যান্সি পেলোসির কাছে কিছুতেই ক্ষমতা হস্তান্তর নয় : ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ মে, ২০২০, ২:৪১ পিএম

বৈশ্বিক করোনা তাণ্ডবে টালমাটাল যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের একাধিক কর্মকর্তা ইতিমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনার ভ্যাকসিন নিয়ে কাজ করা ড. অ্যান্থনি ফাউসিসহ হোয়াইট হাউসের তিন শীর্ষ কর্মকর্তা হোম কোয়ারেন্টিনে রয়েছেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সও আক্রান্ত হয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প রোজ করোনা টেস্ট করানোর ঘোষণা দিয়েছেন। এমতাবস্থায় ট্রাম্প আক্রান্ত হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব কে পালন করবেন এই আলোচনা দেশটিতে জোরালোভাবে চলছে।

নিউজউইকের অনলাইন সংস্করণের খবরে বলা হয়েছে, মঙ্গলবার গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে এই আলোচনা উত্থাপন করা হয় যে, ভাইস প্রেসিডেন্ট পেন্সের পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্পও প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হলে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন কিনা?
এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন সাময়িক সময়ের জন্যও প্রেসিডেন্টের দায়িত্ব পেলোসির কাছে হস্তান্তর করতে রাজি হবেন না তিনি। ট্রাম্প ও তার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স করোনাভাইরাসে আক্রান্ত হলে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কাকে দেয়া হবে এমন বিতর্কের জবাবে ট্রাম্প বলেছেন, তিনি ন্যান্সি পেলোসির কাছে কিছুতেই ক্ষমতা হস্তান্তর করবেন না।

ট্রাম্প ওই আলোচনার বিষয়টি নিজের অফিসিয়াল টুইটার পেজে তুলে ধরে বলেছেন, আমাকে আরো বেশি সাবধান থাকতে হবে যাতে করোনায় আক্রান্ত না হই। ন্যান্সি দায়িত্ব নিলে তা হবে একটি ‘নির্ঘাত বিপর্যয়´ এবং আমেরিকা কোনোদিন একটি কমিউনিস্ট দেশে পরিণত হতে পারে না।”

আমেরিকার আইন অনুযায়ী, যেকোনো কারণে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্র পরিচালনার কাজ করতে অসমর্থ হলে পরবর্তী নির্বাচন না দেয়া পর্যন্ত কংগ্রেস তৃতীয় কোনো ব্যক্তির কাছে সাময়িকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব অর্পন করবে। ওই আইনে আরো বলা হয়েছে, এ ধরনের পরিস্থিতিতে প্রতিনিধি পরিষদের স্পিকার নিজের দায়িত্ব অন্য কারো কাছে হস্তান্তর করে প্রেসিডেন্ট পদে বসতে পারবেন। সূত্র : পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ