Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহারাষ্ট্রের জেলখানায় করোনা আঘাত, মুক্তি পেতে যাচ্ছে ১৭ হাজার বন্দি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ মে, ২০২০, ১২:০৯ পিএম

ভারতের মহারাষ্ট্র রাজ্য সরকার কারাগারে আটক ৩৫ হাজারের মধ্যে ১৭ হাজার বন্দি আসামিকে অস্থায়ী জামিনে মুক্তি দিচ্ছে। মুম্বাইয়ের একটি জেলখানায় প্রায় ১৮০ জনের মধ্যে নভেল করোনাভাইরাস ধরা পড়েছে। এরপর সেখানে ভয়াবহ সংক্রমণের আশঙ্কা দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার এই সিদ্ধান্ত নেয়। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

মহারাষ্ট্র কর্তৃপক্ষ বলছে, জেলখানার মতো জায়গায় সামাজিক দূরত্ব মেনে চলাটা আসলে কঠিন। অতএব, এমন পরিস্থিতিতে সংখ্যায় কমানো ছাড়া উপায় নেই।
ভারতজুড়ে ৭০ হাজারের বেশি মানুষ কোভিড-১৯ পজিটিভ, যার মধ্যে মহারাষ্ট্রেই রয়েছে ২৪ হাজার। ভারতে করোনায় মারা গেছেন দুই হাজার ২৯৩ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ