Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

দোকান-শপিংমল খুলছে তুরস্কে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ মে, ২০২০, ১২:০৩ এএম

লকডাউন শিথিল করেছে তুরস্ক। ফলে সোমবার থেকে দেশটির বিভিন্ন শপিংমল, সেলুন এবং দোকান-পাট খোলার অনুমতি দেওয়া হয়েছে। প্রায় দু’মাস ধরে সেখানকার সব কিছু বন্ধ ছিল। দেশজুড়ে করোনাভাইরাসের বিস্তাররোধ করতেই এমন পদক্ষেপ নেয়া হয়। তবে গত কয়েকদিনে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমতে থাকায় দেশজুড়ে লকডাউন শিথিলের ঘোষণা দেয়া হয়। এদিকে, রোববার থেকে দেশটির বয়স্ক লোকজনকে সাত সপ্তাহ পর বাইরে বের হওয়ার অনুমতি দেয়া হয়েছে। গত ২১ মার্চ তুরস্কে কারফিউ জারি করা হয়। সে সময় থেকেই ৬৫ বছর বা তার বেশি বয়সী লোকজনের করোনায় আক্রান্তের ঝুঁকি থাকায় তাদের বাড়িতেই থাকতে বলা হয়েছিল। ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান বলছে, তুরস্কে এখন পর্যন্ত ১ লাখ ৩৮ হাজার ৬৭ জন প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছে। অপরদিকে মারা গেছে ৩ হাজার ৭৮৬ জন। আনাদোলু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ