Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রেনের পর এবার স্কুলও খোলার অনুমতি ভারতে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ মে, ২০২০, ১২:০৩ এএম

করোনার বিস্তার ঠেকাতে লকডাউনের আওতায় রয়েছে ভারত। তবে এরমধ্যেই সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) অন্তর্গত ৩ হাজার স্কুল খোলার অনুমতি দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার দেশটির দশম ও দ্বাদশ শ্রেনীর বোর্ডের পরীক্ষার খাতা দেখার কাজ শুরুর জন্য এই বিশেষ অনুমতি দেয়া হয়েছে। করোনার কারণে মাঝ পথেই স্থগিত হয়ে যায় সিবিএসই পরীক্ষা। গত ১৯ থেকে ৩১ মার্চের মধ্যে দশম ও দ্বাদশ শ্রেনীর যেসব পরীক্ষা হওয়ার কথা ছিল সেসব পরীক্ষা স্থগিত করে দেয়া হয়। আগামী ১লা জুলাই থেকে ১৫ জুলাইয়ের মধ্যে এ পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। তবে সিবিএসই’র যেসব পরীক্ষা হয়ে গেছে সেগুলোর খাতা দেখার কাজ দ্রুত শুরু করতে চায় বোর্ড। সেকারণে পরীক্ষার খাতা দেখার কেন্দ্র হিসেবে দেশজুড়ে মোট ৩ হাজার স্কুলকে চিহ্নিত করা হয়। অনুমোদিত এসব স্কুল খোলার অনুমতি চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করে মানসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়। শনিবার আনুষ্ঠানিকভাবে এই অনুমতি দেয়া হয়। ৩ হাজার স্কুলের পাশাপাশি সিবিএসই’র ১৬টি আঞ্চলিক দফতর খোলা রাখারও অনুমতি দেয়া হয়েছে। তবে কোভিড-১৯ গাইডলাইন মেনেই এসব দফতরে কাজকর্ম শুরু করা যাবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ