Inqilab Logo

বুধবার, ০৫ জুন ২০২৪, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

পার্থ বড়–য়ার রবীন্দ্রসঙ্গীত ও অন্যান্য

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ মে, ২০২০, ১২:০৩ এএম

প্রথমবারের মতো রবীন্দ্রঙ্গীত গাইলেন পার্থ বড়–য়া। গানটি তার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন। ‘দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে’ শিরোনামের গানটি গাওয়ার পাশাপাশি এর নতুন সংগীতায়োজন করেছেন পার্থ নিজেই। পার্থ বড়–য়া বলেন, রবীন্দ্রসঙ্গীত তো হৃদয়ে থাকে সবসময়। যদিও গাওয়া হয় না সময় সুযোগে আর উপলক্ষের অভাবে। এবার কোয়ারেন্টিনে থেকে সাহস করে গাইলাম। রবীন্দ্রসঙ্গগীত আসলে শুনতে যতটা সহজ মনে হয়, গাইতে ততটাই কঠিন এবং সেটি যদি স্টাফ নোটেশন ফলো করে গাইতে হয়, আরও কঠিন। আমি চেষ্টা করেছি সঠিকভাবে গাইবার। তিনি জানান, এই কোয়ারেন্টিনে তিনি সোলস-এর নতুন অ্যালবাম গোছানোর পাশাপাশি আরও একটি রবীন্দ্রসংগীত তৈরি করে রেখেছেন। সেটিও প্রকাশ করবেন শিগগিরই। তিনি বলেন, সত্যি বলতে এমন একটি ঘরবন্দি সময় আমাদের জন্য দরকার ছিল। আমরা খুব উড়ছিলাম। থামার কথা ভুলেই গিয়েছিলাম। বাসায় থেকে অনেক পড়ছি, শিখছি, শুনছি। অনেক গান হাফডান ছিল। এক এক করে সব গুছিয়ে নিচ্ছি। সোলস-এর ছয় গানের অ্যালবাম শেষ করলাম। আরও অনেক কাজ করবো ঘর থেকে মুক্তি পাওয়ার আগে। এদিকে ঘরে বসেই পার্থ আয়নাবাজি ওয়েব সিরিজের শুটিং করেছেন। এতে তিনি অভিনয় করেছেন আয়নাবাজি সিনেমার সেই সাংবাদিক চরিত্রেই। শিগগিরই এই সিরিজটি উন্মুক্ত হবে অন্তর্জালে। পার্থ বলেন, এটি আয়নাবাজি সিনেমার জনপ্রিয় চরিত্রগুলোকে ধরে চলমান মহামারিতে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে তৈরি হচ্ছে। অভিনয়ই নয়, সাধারণ মানুষকে সচেতন করে তুলতে স¤প্রতি এই শিল্পী প্রকাশ করেছেন কিপ ডিসটেন্স নামের একটি বিশেষ গান-ভিডিও।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ