Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

পালানোর ৮ ঘন্টা পর আসামী উদ্ধার

দুই কনস্টেবল সাময়িক বরখাস্ত, এসআই প্রত্যাহার

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১০ মে, ২০২০, ১২:০১ এএম

মাদক মামলার আসামী হামিদুল ইসলামকে আটকের পর হাতকড়া পড়িয়ে অটোরিকসায় কুড়িগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসছিলেন পুলিশের কনস্টেবল আরিফুল ইসলাম ও আফতাব। কুড়িগ্রাম জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এলাকায় আসলে আসামী হামিদুল সুকৌশলে অটোরিকসা থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। এ অবস্থায় সাথে থাকা পুলিশ সদস্য দুইজন তার পিছু ধাওয়া করলেও আসামীকে ধরতে পারেনি।
পরে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জের সহায়তায় পুলিশ ফোর্স সাঁড়াশি অভিযান চালিয়ে গত শুক্রবার রাত সাড়ে ৯টায় শহরের মাটি কাটার মোড় থেকে পলাতক আসামী হামিদুলকে গ্রেফতার করে।
এ ঘটনায় নাগেশ্বরী থানায় কর্মরত পুলিশ কনস্টেবল আরিফুল ইসলাম ও কনস্টেবল মো: আফতাবকে দায়িত্বে অবহেলার জন্য সাময়িক বরখাস্ত এবং নাগেশ্বরী থানার ডিউটি অফিসার এএসআই মো: শাহাজালালকে কুড়িগ্রাম পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদক

২২ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ