Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সংকটকেও ছাড়িয়েছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ মে, ২০২০, ১:৫৯ পিএম

গত মাসে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার বেড়ে হয়েছে ১৪.৭ শতাংশ। যা ফেব্রুয়ারির চেয়ে ৩.৫ শতাংশ বেশি। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের শ্রমসংস্থা এক বিবৃতিতে জানায়, দেশজুড়ে লকডাউনে কাজ বন্ধ বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান ও কলকারখানায়। হোয়াইট হাউজের অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হ্যাসেট বলেন, ‘অর্থনীতিতে আরো খারাপ খবর আসছে। এ মাসে বেকারত্বের হার বেড়ে হবে ২০ শতাংশ। গত এপ্রিলের বেকারত্বের হার ইতিমধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সংকটকেও ছাড়িয়ে গেছে। তখন ১৯৮২ সালে বেকারত্ব বেড়ে হয়েছিল ১০.৮ শতাংশ।’
শ্রমসংস্থা জানায়, করোনা যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। এ দিকে সাত সপ্তাহ লকডাউনের পর দেশটির অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া সবুজ সংকেত দিয়েছে তারা শিল্প কারখানা খুলে দিচ্ছে। অনেকেই মনে করছেন অর্থনীতি বাঁচাতে হলে একে একে লকডাউন খুলে দিতে হবে। তা না হলে আরো কত মানুষ চাকরিহীন হবে তার শেষ নেই। করোনায় যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৭৭ হাজারের অধিক মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৯০ হাজার জন।
এদিকে ব্যক্তিগত কর্মচারীর করোনা পজিটিভ ধরা পড়ার একদিন পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার জানালেন, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রেস সচিব ক্যাটে মিলারও করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি হচ্ছেন সিনিয়র ট্রাম্পের বিশেষ সহকারী স্টেফেন মিলারের স্ত্রী। তিনি বহুবারই মাইক পেন্সের সঙ্গে ভ্রমণ করেছেন। ট্রাম্পের ঘনিষ্ঠজনদের করোনা ধরা পড়ায় প্রশ্ন উঠেছে সরকারের সর্বোচ্চ কর্তৃপক্ষ কতটা সুরক্ষিত? সূত্র: রয়টার্স



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ