মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইতিহাস গড়ে বিবাহবিচ্ছেদ করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। অবশেষে ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী মারিনা উইলারের সাথে জনসনের বিবাহবিচ্ছেদ প্রক্রিয়া আইনি অনুমোদন পেল। এর সাথে ২৫০ বছর পর ব্রিটিশ ইতিহাসের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে রেকর্ড গড়লেন জনসন। তিনিই প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী, যিনি পদে থাকাকালে সঙ্গিনীকে ডিভোর্স দিলেন। প্রসঙ্গত, সদ্য করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে ফিরেছেন বরিস জনসন। নিজেই জানিয়েছেন, তার ‘মৃত্যুসংবাদ ঘোষণার জন্য প্রস্তুত ছিলেন চিকিৎসকরা।’ ১৯৯৩ সালে প্রথম স্ত্রী অ্যালেগ্রা মোস্টাইন আওয়েনের সাথে বিবাহবিচ্ছেদের মাত্র ১২ দিনের মধ্যে ম্যারিনা উইলারকে বিয়ে করেন বরিস। ম্যারিনার বাবা একজন সাংবাদিক এবং তার মা ভারতীয় বংশোদ্ভূত। ইউরোপীয় এক স্কুলে একসঙ্গে পড়াশোনাও করেছিলেন জনসন ও উইলার। জনসন ও উইলারের দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। ২০১৮ থেকে তাদের বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া শুরু হয়েছিল। ২ বছর পর তা শেষ হল।
উইলারের সঙ্গে ডিভোর্সের ফলে এবার প্রেমিকা তথা বাগদত্তা ক্যারি সাইমন্ডসকে বিয়ের রাস্তায় কোনো বাধা রইল না জনসনের। গত ২৯ এপ্রিল লন্ডনের এক হাসপাতালে ছেলের জন্ম দিয়েছেন বরিস জনসনের প্রেমিকা ক্যারি। প্রসঙ্গত, জনসনের আরও পাঁচ সন্তান রয়েছে।
জনসনের আগে ১৭৬৯ সালে ব্রিটেনের প্রধানমন্ত্রী থাকাকালীন স্ত্রীকে ডিভোর্স দিয়েছিলেন অগাস্টাস ফিটজরয়। সূত্র : ডেইলি মেইল ও সান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।