মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাত করতে গিয়ে ধরা পড়েছেন এক মার্কিন নাগরিক। তাকে মার্কিন প্রতিষ্ঠান সিলভারকর্পের প্রধান ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কর্মকর্তা জর্ডান গদরিও এ মিশনে পাঠান। ভেনিজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক সম্প্রচারে এসব দায় স্বীকার করে নেন লিউক ড্যানম্যান নামের ওই মার্কিন নাগরিক।
এতে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলা থেকে নিকোলাস মাদুরোকে উৎখাত করে যুক্তরাষ্ট্রে অপহরণের চেষ্টা করেছে। তিনিসহ প্রশিক্ষিত ১৩ জন অভ্যুত্থান ঘটাতে গত সপ্তাহে ভেনিজুয়েলায় প্রবেশ করেন। তবে ভেনিজুয়েলার গোয়েন্দারা তাদের গ্রেপ্তারে সক্ষম হন। তাদের দায়িত্ব ছিল কারাকাস বিমানবন্দরের নিয়ন্ত্রণ হাতে নেয়া। ডেনম্যান নিজেকে সাবেক স্পেশাল ফোর্সের সদস্য বলে পরিচয় দেন।
এদিকে গত সপ্তাহে ভেনিজুয়েলায় অভ্যুত্থান করতে এসে আটক হয়েছে ১৩ জন। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এ অভিযান হয়েছে বলে জানিয়েছে ভেনিজুয়েলা।
তবে এই অভ্যুত্থানকারীরা অর্থের বিনিময়ে এ কাজ করেছে বলেও জানানো হয়েছে। যে মার্কিন প্রতিষ্ঠান সিলভারকর্প তাদেরকে প্রশিক্ষণ দিয়ে পাঠিয়েছে তাদের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে ভেনিজুয়েলার বিরোধী নেতা জুয়ান গাইদোর। চুক্তি অনুযায়ী, নিকোলাস মাদুরোকে উৎখাত করে যুক্তরাষ্ট্রের পছন্দের গাইদোকে ভেনিজুয়েলার ক্ষমতায় বসানোর পরিকল্পনা করা হয়। কলম্বিয়াতে মিশনের সদস্যদের প্রশিক্ষণ দেয় যুক্তরাষ্ট্র। এসব দাবি করে, সিলভারকর্পের প্রধান জর্ডান গদরিওকে ভেনিজুয়েলার কাছে তুলে দেয়ার কথা জানায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
প্রথম থেকেই ভেনিজুয়েলার জনপ্রিয় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাত করে গাইদোকে ক্ষমতায় বসাতে তৎপর যুক্তরাষ্ট্র ও মিত্ররা। ভেনিজুয়েলা অভিযোগ করে আসছে পশ্চিমা রাষ্ট্রগুলো এখানে আগ্রাসন চালানোর চেষ্টা করছে। তবে এ দাবি বরাবরই অস্বীকার করেছে ওয়াশিংটন। এবারো দুই মার্কিন নাগরিক অভ্যুত্থান ঘটাতে এসে ধরা পড়ার পর এসবের সঙ্গে সংশ্লিষ্টতার কথা উড়িয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তবে আটক মার্কিনীদের ফিরিয়ে আনার সব চেষ্টার কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
৩৪ বছর বয়স্ক ডানম্যানের ভিডিও সম্প্রচারের পর এক সংবাদ সম্মেলনে মাদুরো বলেন, এই আগ্রাসনের সরাসরি প্রধান হলেন ডনাল্ড ট্রাম্প। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট বলেন, আটক মার্কিনিদের বিচার করা হবে। তবে আটক ব্যক্তিদের কোথায় রাখা হয়েছে সে বিষয়ে কিছু জানাননি তিনি। তাদের আইনজীবী দেয়া হবে কিনা তাও স্পষ্ট করেননি তিনি। গত সপ্তাহে নিকোলাস মাদুরোকে উৎখাত করতে এসে আটক হওয়া ১৩ জনের মধ্যে দুই মার্কিন নাগরিক হলেন লিউক ডানম্যান ও আইরান বেরি। ভেনিজুয়েলা জানিয়েছে, এই দুই ব্যক্তি মার্কিন নিরাপত্তা বাহিনীর সদস্য।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।