Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ত্রিপোলির বিরুদ্ধে হাফতারের সামরিক পদক্ষেপে সমর্থন নেই যুক্তরাষ্ট্রের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ মে, ২০২০, ৪:৩৪ পিএম

রাজধানী ত্রিপোলি ভিত্তিক আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও তুরস্ক সমর্থিত সরকারের বিরুদ্ধে লিবিয়ার ব্রিদোহী সামরিক নেতা খলিফা হাফতারের আক্রমণকে আমেরিকা সমর্থন করে না। বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রে উপ-সহকারী সচিব হেনরি ওয়াস্টার এই তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে হেনরি ওয়াস্টার বলেন, ‘ওয়াশিংটন জানতে পেরেছে যে, হাফতার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সাথে সম্পর্ক স্থাপন করেছে ও লিবিয়ায় অশান্তি সৃষ্টি করছেন।’ একই সম্মেলনের সাংবাদিকদের সাথে আলাপকালে সিরিয়ার বিষয়ে নিয়োজিত মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জিম জেফ্রি বলেন, ‘রাশিয়া হাফতারের সমর্থনে সিরিয়া এবং সম্ভবত তৃতীয় কোন দেশ থেকে লিবিয়ায় যোদ্ধা ও অস্ত্র স্থানান্তর করতে আসাদের সাথে কাজ করছে।’

প্রসঙ্গত, রাশিয়া, সিরিয়া ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সামরিক ও অর্থ সাহায্যে লিবিয়ার বড় একটি অংশ দখল করে নিয়েছিল খলিফা হাফতার। কিন্তু তুরস্কের সমর্থনে দেশটির জোট সরকার পাল্টা হামলা শুরু করলে কোনঠাসা হয়ে পড়লে বাধ্য হয়ে অস্ত্রবিরতি ঘোষণা করেন হাফতার। সূত্র: রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ