মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের স্কুলগুলোতে জোড়-বিজোড় নীতি দেখা যেতে পারে। লকডাউন উঠলে স্কুলে সামাজিক দূরত্ব বজায় রাখতে জোড়-বিজোড় নীতি অনুসরণ করে ছাত্র-ছাত্রীদের স্কুলে আসার নির্দেশ দেওয়া হতে পারে। বিশেষ করে দিল্লির স্কুলগুলোতে। এর আগে দূষণ ঠেকাতে দিল্লির রাস্তায় জোড়-বিজোড় নীতি শুরু করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এবার তা প্রয়োগ করা হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও। খবর এনডিটিভির।
ছাত্র-ছাত্রীদের রোল নম্বর অনুযায়ী জোড় ও বিজোড় সংখ্যাধারীদের ভিন্ন দিনে স্কুলে আসার নির্দেশ দেওয়া নিয়ে চিন্তাভাবনা করছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এর ফলে স্কুলে একদিনে পড়ুয়া সংখ্যা ৫০ শতাংশ হবে। আগামী সপ্তাহে এই বিষয়ে সম্পূর্ণ নির্দেশিকা জারি করতে পারে এনসিইআরটি। এছাড়া টিভি চ্যানেলের মাধ্যমে লাইভ ক্লাস কীভাবে চালানো যায়, সেই বিষয়েও কথাবার্তা চলছে।
এনসিইআরটি-র পরিচালক ঋষিকেশ সেনাপতি জানিয়েছেন, বেশ কয়েকটি বিষয়ে কথাবার্তা চলছে। অনলাইনে ক্লাস আরও কতদিন চালানো যেতে পারে, সে বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ক্ষতি যাতে না হয়, সেদিকেও নজর রাখা হচ্ছে বলে জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।